যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ০৭ সেপ্টেম্বর :- উত্তর ত্রিপুরায় বিদ্যুৎ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
করলো ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (TSECL)। নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে এবং গ্রাহকদের সাশ্রয়ী বিদ্যুৎ পরিষেবা দিতে এবার সূর্যের শক্তিকে কাজে লাগানোর পরিকল্পনা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
এই পরিপ্রেক্ষিতে শনিবার ধর্মনগর বিদ্যুৎ বিভাগের অফিসে বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু হয়। জানা গেছে, সোলার রুফটপ ভোলার সিস্টেম সংযোগ নিতে আগ্রহী সাধারণ গ্রাহকদের রেজিস্ট্রেশন নেওয়া হচ্ছে এই ক্যাম্পের মাধ্যমে। সরকারি ভর্তুকি সহায়তায় গ্রাহকরা এই সিস্টেম সংযোগ করতে পারবেন।
কর্তৃপক্ষের মতে, সোলার সিস্টেমের ব্যবহার একদিকে যেমন মাসিক বিদ্যুৎ বিল কমাবে, অন্যদিকে পরিবেশবান্ধব শক্তির প্রসার ঘটাবে। ইতিমধ্যেই বেশ কয়েকজন গ্রাহক নিজেদের বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য নাম নথিভুক্ত করেছেন।
ধর্মনগর বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হবে। প্রথম ধাপে সাধারণ পরিবার ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
অন্যদিকে, সাধারণ মানুষের মধ্যে এই উদ্যোগ নিয়ে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এক গ্রাহক জানান, এখনকার দিনে বিদ্যুতের বিল নিয়ে দুশ্চিন্তা করতে হয়, কিন্তু যদি সূর্যের শক্তি দিয়ে ঘর আলো জ্বালানো যায়, তাহলে সেটা সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি সমাধান।
বিদ্যুৎ দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে আরও বড় আকারে এই সোলার ভোলার সিস্টেম চালু করা হবে। এর ফলে উত্তর ত্রিপুরা জেলায় বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি নবায়নযোগ্য শক্তির ব্যবহারে নতুন যুগের সূচনা হবে। মোট কথা বিদ্যুৎ বিভাগের এক অতুলনীয় পরিকল্পনা বলা যেতে পারে।