যুব বিচিত্রা প্রতিনিধি , কলকাতা,১২ জুন :- বিধানসভা নির্বাচন আগামী বছর। তার আগে খানিক তৃণমূলের কায়দায় মহিলা ভোটারদের মন জিতে নিতে চাইছে বঙ্গ বিজেপি!রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কথাতে মিলল তেমনটাই ইঙ্গিত। রাজ্যের মহিলাদের সুবিধার্থে কী এমন বললেন সুকান্ত? দেখে নেওয়া যাক – ২০২১ বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক ছিল লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের কল্যাণে মহিলাদের মন জিতেছিলেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে কোনও সংশয় নেই। এবার মমতার অস্ত্রেই মমতাকে বধ করতে চাইছে বিজেপি। ২০২৬ বিধানসভা নির্বাচনে বাংলার মসনদে যদি বিজেপি বসে, তাহলে রাজ্যের মা-বোনেদের জন্য চালু করা হবে ‘অন্নপূর্ণা ভান্ডার’।


এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাবেন রাজ্যের মা-বোনেরা। এ প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করব, তাতে তিন হাজার টাকা করে দেব। এই নিয়ে বিরোধী দলনেতাও বলেছেন। ভাতা হবে, তবে এটাও ঠিক ভাতা থাকা মানে এই নয় যে কর্মসংস্থান হবে না।’এছাড়া নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘প্রতি বছর স্বচ্ছভাবে এসএসসি (SSC) পরীক্ষা হবে। হয় অনলাইনে পরীক্ষা হবে, অথবা পরীক্ষার পর ওএমআর শিট ছাত্রদের হাতে দেওয়ার ব্যবস্থা করে দেব। ওয়েবসাইটে সঠিক উত্তর চলে আসবে। যেরকম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের ক্ষেত্রে হয়। সেখান থেকেই নম্বর জেনে নেওয়া যাবে। সবমিলিয়ে বাংলা য় দিশেহারা বিজেপি নেমেছে প্রতিশ্রুতি র প্রতিযোগিতায়।