উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির উদ্বোধনের অপেক্ষায় রাজ্যবাসী

যুব বিচিত্রা প্রতিনিধি, আগরতলা, ০৭ সেপ্টেম্বর :- ২০১৮ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরকে নতুন রূপে সাজিয়ে তোলার পরিকল্পনা নেন। কেন্দ্রীয় সরকারের প্রসাদ (PRASAD) প্রকল্পের আওতায় এই কাজ শুরু হয়। দীর্ঘ কয়েক বছরের পরিশ্রমে মন্দির পুনর্নির্মাণের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় জানিয়েছেন, রাজ্য সরকার ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে মায়ের মন্দিরের নবরূপ উদ্বোধনের জন্য উদ্যোগ নিয়েছে। তিনি আরও জানান, দুর্গাপূজা কিংবা কালীপূজার সময় রাজ্যের মানুষ উৎসবের ব্যস্ততায় থাকেন, তাই এই সময় বাদ দিয়ে অন্য সময় উদ্বোধনের পরিকল্পনা করা হচ্ছে।বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহাও প্রধানমন্ত্রীর সফরের দিনক্ষণ চূড়ান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু উদয়পুরবাসীই নয়, সমগ্র রাজ্যের মানুষ এমনকি দেশের বিভিন্ন প্রান্তের ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ঐতিহাসিক মুহূর্তের জন্য।মন্দিরের উপরের পুরো অংশ নতুন করে সাজানো হয়েছে, মন্দির চত্বরে ব্যবসায়ীদের জন্য নতুন দোকান তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতর ও বাইরে রঙের কাজ প্রায় সম্পূর্ণ, এবং আলো দিয়ে মন্দিরকে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে।মায়ের মন্দির পুনর্নির্মাণের এই কাজ শেষ হলে ত্রিপুরার এই প্রাচীন তীর্থস্থান আরও একটি পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে আশা করেন অনেকেই।