মুম্বইয়ে গণেশ পুজোর বিসর্জনে বিদ্যুৎস্পৃষ্ট বহু লোক, নিহত ০১ জন হলে ও আহত বহু

সুজন চক্রবর্তী, মুম্বাই, ০৭ সেপ্টেম্বর :- ভারতের মুম্বাইয়ে গণেশ পুজোর বিসর্জনে যাওয়ার সময়ে দুঘটনা। তড়িদাহত হয়ে মৃত্যু ১ জনের। ঘটনায় আহত ২ কিশোর সহ ৫ জন। রবিবার ৭ সেপ্টেম্বর এই ঘটনা ঘটেছে মুম্বইয়ের খইরানি রোডে। এদিন ওই এলাকা দিয়ে গণেশ মূতি বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই একটি ঝুলন্ত বৈদ্যুতিক তার মূর্তির সঙ্গে লেগে যায়। এর ফলে মূর্তির কাছে থাকা ৬ জন ভক্ত বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে

তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাঁর মধ্যে ১ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মোট কথা বৈদিক শাস্ত্র রীতি নীতি র উর্ধ্বে উঠে পূজার্চনা যে কতটা কাল হয়ে দাঁড়িয়েছে তা সহজেই এসব ঘটনায় অনুমেয়! আধুনিকতার ছোঁয়া যেন পরম্পরা রীতিনীতি এসব ভেঙে দিয়েছে, শুধু বিসর্জন মানেই ডিজে সাউন্ড,বোতল পার্টি এসব ই যেন কৃষ্টি সংস্কৃতি তে রূপান্তরিত হয়েছে তাঁর ফলস্বরূপ আজকাল পূজোয় এমন অঘটন যেন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে।