পঞ্চায়েত নির্বাচন,ভোট গণনা প্রক্রিয়া নিয়ে সর্বদলীয় বৈঠক হাইলাকান্দি তে

শান্তি সম্প্রীতি অটুট রেখে নিরপেক্ষ গণনা পর্ব সম্পন্ন করতে তৎপর হাইলাকান্দি জেলা প্রশাসন

যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি,৭মে : হাইলাকান্দি র এস.এস কলেজে আগামী রবিবার অর্থাৎ ১১ মে সকাল থেকেই শুরু হবে ভোট গণনা। সদ্য সম্পন্ন পঞ্চায়েত নির্বাচনে র ৮ টি হলে ভোট গণনা হবে। বুধবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভাকক্ষে অনুষ্ঠিত এক সর্বদলীয় বৈঠকে পৌরোহিত্য করে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে একথা জানান। তিনি জানান, ভোট গণনা কেন্দ্রে মোবাইল ফোন,কম্পিউটার, ল্যাপটপ সহ কোন ধরনের ইলেকট্রনিক্স গেজেট নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। সকাল আটটায় ভোট গণনা শুরু হলেও সকাল সাতটায় স্ট্রংরুম খোলা হবে। সিসিটিভির ঘেরাটোপে গণনার প্রক্রিয়াটি ভিডিও গ্রাফি করা হবে বলে জানান জেলা আয়ুক্ত। ডিডিসি এল্ডাড ফাইরিম সভায় অংশ নিয়ে জানান যে প্রথম রাউন্ডটি তিন ঘন্টা লাগবে বাকি সব রাউন্ডে বেশি হলে দুই ঘন্টা করে লাগবে। সব এজেন্টদেরকে সময় হিসাব করে গণনার সময় নির্ধারণ করে দেওয়া হবে । সভায় অংশ নিয়ে পুলিশ সুপার লীনা দলে জানান গণনা শেষে কোন কাউন্টিং এজেন্টকে গণনা কেন্দ্রে থাকতে পারবে না। ইলেকশন অফিসার কিষান চরাই ত্রিপুরা সভায় পিপিটির মাধ্যমে ডেমি ব্যালট পেপার প্রদর্শন করে তা গণনার পদ্ধতি সম্পর্কে সবাইকে অবহিত করেন। সভায় সব রাজনৈতিক দলের কর্মকর্তারা গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনকে প্রতিশ্রুতি দেন তৎসঙ্গে অঙ্গীকার করেন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার। অন্যদিকে হাইলাকান্দি জেলা প্রশাসন যথেষ্ট সক্রিয় ভূমিকায় রয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনা প্রক্রিয়ায় গণতন্ত্রের অস্তিত্ব রক্ষায় নিরপেক্ষতার উপর জোর দিয়ে জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবধরনের প্রস্তুতি চূড়ান্ত করেছে জেলা প্রশাসন।