উত্তপ্ত অসম, বাংলাদেশী তাড়ান, আন্দোলন সরকারের

মঙ্গলবার দিনভর উত্তেজনা মানকাছাড় আন্তঃরাষ্ট্রীয় সীমান্তে

যুব বিচিত্রা প্রতিনিধি, গৌহাটি,২৭মে: উত্তপ্ত অসম, চলছে অবৈধ বাংলাদেশী তাড়ানোর প্রক্রিয়া। পুলিশ এবং সীমান্ত সুরক্ষা দল মাঠে নেমেছে সরকারের কড়া নির্দেশনা বাস্তবায়ন করতে। চলছে রাজ্যের সবকটি প্রান্তে ধরপাকড় আর পুশব্যাক প্রক্রিয়া। এনিয়ে রীতিমতো রাজ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।মঙ্গলবার দিনভর ছিল মানকাছার সীমান্ত অঞ্চলে চাপা উত্তেজনা।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে BSF অর্থাৎ সীমান্ত সুরক্ষা দল শূন্যে গুলি চালাতে ও বাধ্য হয়। পুশব্যাক করতে গিয়ে সীমান্ত সুরক্ষা দল কে টার্গেট করে গুলি চালায় একদল দুষ্কৃতীর বাচ্চারা। অবৈধ বাংলাদেশী নাগরিকদের কে পুশব্যাক করার সময় এই ঘটনা সংঘটিত হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য যে ভারতে অবৈধ ভাবে প্রবেশ করা ১৪জন বাংলাদেশী নাগরিক মানকাছাড়ে-র আন্তঃরাষ্ট্রীয় সীমান্তে পুশব্যাক করতে গিয়ে বাংলাদেশের সৈনিক BGB র জওয়ানেরা কঠোর বাঁধা প্রদান করেন। এমনকি আন্তঃরাষ্ট্রীয় সীমান্তের শূন্য স্থানে এসে ভারতীয় সেনাদের সঙ্গে বাকযুদ্ধে লিপ্ত হয় বাংলাদেশের সেনারা। তবে বাংলাদেশের সৈনিকদের সাথে ঘটনাস্থলে সে দেশের শতাধিক নাগরিক সীমান্তের শূন্যস্থানে আসে ভারতীয় সেনাদের সঙ্গে অশালীন আচরণ আক্রমণাত্মক নীতি ব্যবহার করার প্রক্রিয়া দেখে তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিজ দায়িত্ব পালন করে অস্তিত্ব রক্ষায় শূণ্যের উপর গুলি চালায় ভারতীয় সেনারা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এর অগ্নিশর্মা রূপ দেখে স্তব্ধতা পালন করতে বাধ্য হয় বাংলাদেশের সেনাবাহিনী। সবমিলিয়ে রাজ্য অসম যে একপ্রকারের উত্তপ্ত পরিস্থিতি তে রয়েছে তাঁর ই প্রমাণ মানকাছাড়। তবে রাজ্য সরকারের এই অভিযানে কত বাংলাদেশী নাগরিক নিজের দেশে ফিরবে তা সময়ের অপেক্ষায়।