ধর্মনগরে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ বাজেয়াপ্ত সামগ্রী ধ্বংস

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ৩০ আগস্ট :- ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি টানা দুই দিন ব্যাপী জোরদার অভিযান চালানো হয়। গত ২৮ ও ২৯ আগস্ট হাফলং বাজার, পদ্মপুর, রাজবাড়ি সহ মহকুমার বিভিন্ন এলাকায় প্রশাসনের কর্মকর্তারা হঠাৎ করেই নেমে পড়েন মোদি দোকান, রেস্টুরেন্ট ও ছোট হোটেলগুলোতে।

অভিযানকালে ধরা পড়লো একাধিক অনিয়ম,অভিযান চলাকালে একাধিক দোকান থেকে নষ্ট, অযোগ্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য বাজেয়াপ্ত করা হয়। শুধু তাই নয়, কিছু দোকানে যথাযথ লাইসেন্স না থাকা, খাদ্যপণ্যের সংরক্ষণে অবহেলা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ঘটনাও ধরা পড়ে। শনিবার মহকুমা শাসকের কার্যালয়ের বাইরে আনুষ্ঠানিক ভাবে

বিপুল পরিমাণ বাজেয়াপ্ত সামগ্রী ধ্বংস করা হয়। এই ধ্বংসকরণ প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন ধর্মনগরের মহকুমাশাসক সজল দেবনাথ। তিনি কর্মকর্তাদের সঙ্গে পুরো কার্যক্রম তদারকি করেন। প্রশাসনের

পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই অভিযান ও পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে। নিম্নমানের খাদ্যপণ্য বা নষ্ট সামগ্রী বিক্রি করা হলে তা সরাসরি জনস্বাস্থ্যের ক্ষতি করে। তাই নিয়মিত নজরদারি চালানো হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। প্রশাসনের এক কর্মকর্তা জানান, এ ধরনের

নজরদারি কেবল একবারের জন্য নয়, ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসন চাইছে দোকানদাররা সচেতন হোক এবং সাধারণ মানুষ নিরাপদ খাদ্যসামগ্রী পান।