ধর্মনগরে রেড রিবন কুইজ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ৩০ আগস্ট :- উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে শনিবার অনুষ্ঠিত হলো জেলা স্তরের রেড রিবন মেগা কুইজ প্রতিযোগিতা–২০২৫। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আয়োজন করে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। সহযোগিতায় ছিল উত্তর জেলার শিক্ষা দপ্তর। সকাল সাড়ে এগারোটা নাগাদ প্রতিযোগিতা শুরু হলে বিশাল অডিটোরিয়াম ভরে ওঠে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতিতে। এদিনের ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নেয় উত্তর এবং ঊনকোটি জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। জেলা পর্যায়ের বিজয়ী দলকে পাঠানো হবে রাজ্য স্তরে। সেখান থেকে প্রথম স্থানাধিকারী দল জাতীয় পর্যায়ে সিকিমে আয়োজিত ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সহকারী পরিচালক ড. শঙ্খ শুভ্র দেবনাথ, কর্মকর্তা শুভ্রজিৎ ভট্টাচার্য, জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকবৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। “প্রতিবছরের মতো এবছরও প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো এইচআইভি-এইডস সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করা ও সচেতনতা করা। কুইজ প্রতিযোগিতা শুধু মেধা বিকাশ নয়, সচেতনতা করার অন্যতম মাধ্যম। ”দিনভর চলা এই প্রতিযোগিতার শেষে সেরা দলগুলিকে পুরস্কৃত করা হবে।এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি রাজ্যের অন্যান্য মহকুমাতেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে বলে জানা যায়, যাতে তরুণ প্রজন্মকে আরও তথ্যসমৃদ্ধ ও সচেতন করে তোলা যায়।