যুব বিচিত্রা প্রতিনিধি, কাটাখাল ৩০ আগস্ট: পানীয় জল প্রকল্প শুধু কাগজে কলমে, মোদীজির “হর ঘর জল ২০২৪” আজ ও অধরা। কালিনগর গাঁও পঞ্চায়েত এলাকার বেশকটি পানীয় জল প্রকল্প নামকেয়াস্তে রয়েছে। সরবরাহ হচ্ছে না সঠিক বিধিনিষেধ অনুযায়ী। নেই স্থায়ী পরিচালনা কমিটির ভূমিকা। ১৪ /১৫ বছর আগের পরিচালনা কমিটির হাতেই রয়েছে দায়িত্ব। নেই কোনো দৃষ্টি সরকারি নির্দেশিকা র উপর।সঠিক পরিচালনা র অভাবে আজ ও মোদীর স্বপ্ন অধরাই রয়ে গেছে। এনিয়ে সরব হলেন কালিনগর গাঁও পঞ্চায়েত এর নবনির্বাচিত সদস্যরা। জেলার পিএইচসি বিভাগের কনিষ্ঠ বাস্তকার অমিতাভ চৌধুরী র সঙ্গে সাক্ষাৎ করে লিখিত দাবী পত্র তুলে দেন নবনির্বাচিত সদস্য সূধন্যা সিনহা। বিভাগীয় কে বলেন কালিনগর গাঁও পঞ্চায়েত এলাকার সবকটি জল প্রকল্প পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে কমিটির মেয়াদ যাচাই করে সঠিকভাবে সরকারি নির্দেশিকা মেনে গ্রামবাসী কে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের পথ সুগম করে দেওয়ার একান্ত আর্জি জানান জননেতা সূধন্যা সিনহা। বিভাগীয় কর্তৃপক্ষ ও দাবীর নির্ণায়ক ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দেন সিনহা কে।
