বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধর্মনগরে ম্যারাথন দৌড় কর্মসূচি

যুববিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর,৪জুন: বিশ্ব পরিবেশ দিবস ২০২৫-কে কেন্দ্র করে বুধবার সকালবেলা উত্তর ত্রিপুরা জেলার সদর শহর ধর্মনগরের বিবিআই ময়দান থেকে এক বিশেষ ম্যারাথন দৌড় কর্মসূচির আয়োজন করা হয়। “Run for Ending Plastic Pollution Globally” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা বনদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা করে জেলা প্রশাসন এবং জেলা যুব ও ক্রীড়া দপ্তর। ম্যারাথনের রুট ছিল বিবিআই ময়দান থেকে শুরু হয়ে স্থানীয় থানা, সিনেমা হল চৌমুহনী, কালি দিঘির পাড় হয়ে আবার বিবিআই ময়দানে ফিরে আসা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিএফ অশোক কুমার, এসডিপিও বি. জরিংপুইয়া, মহকুমা শাসক সজল দেবনাথ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। অনুষ্ঠান শেষে এক সাক্ষাৎকারে এসডিএফ অশোক কুমার বলেন, “এই ধরনের কর্মসূচি শুধু দৌড়ের জন্য নয়, সমাজে পরিবেশ সচেতনতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা অত্যন্ত জরুরি।” উল্লেখ্য, জেলার বিভিন্ন বিদ্যালয়, যুব সংগঠন এবং নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই কর্মসূচিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলতে একপ্রকারের সহায়ক হবে বলে জানায় প্রশাসনিক আধিকারিক গণ।।