যুব বিচিত্রা প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট :- পরকীয়ার পর পরকীয়া,ভরে গেছে সর্বত্রই। উদয়পুর রেলওয়ে স্টেশনে মায়ের হাতে আটকা পড়ে অবৈধ স্ত্রী সহ নিজের পুত্র। উল্লেখ্য, পিসির বাড়ি বেড়াতে গিয়ে কাণ্ড দেখে
হতবাক মা। বিবাহিত বৌদি কে বিয়ে করে বিপদের মুখে পুত্র। মায়ের বক্তব্য, বৌদির খপ্পরে পড়ে তাঁর ছেলে বাধ্য
হয়ে এই বিবাহিতা কে ফের বিয়ে করে ঘরে উঠানোর চেষ্টা করে। মা কোন অবস্থায় মানিয়ে নিতে না পেরে পুলিশ কে সমঝে দেন উদয়পুর রেলওয়ে স্টেশন পৌঁছা মাত্রই। মায়ের বক্তব্য ছেলে এভাবে কখনো ই করতে পারে নি,
বিবাহিতা র খপ্পরে পড়ে এমনটা করেছে আমার পুত্র। তবে সাফ কথা মায়ের এইসব কাহিনী মোটেই মেনে নেওয়ার
নয়, এবার জেলে যাক নিজের পুত্র সহ অবৈধ স্ত্রী এমনটাই দাবি জানান জন্মদাত্রী মা।