যুব বিচিত্রা প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট :- জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে সূচনা হয় ক্রিকেট
টুর্নামেন্ট। উক্ত ক্লাবের উদ্যোগে আয়োজিত ৮ টি দল কে নিয়ে আমতলী প্লে গ্রাউন্ডে শুরু হলো তৃতীয় কর্পোরেট
টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা। যার উদ্বোধন করলেন ত্রিপুরা বিধানসভার উপাধক্ষ্য রামপ্রসাদ পাল সহ বিশিষ্ট
জনেরা। এতে অংশ নেন দূর দূরান্ত থেকে আসা ক্রিকেট প্রেমীরা।