যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর,১৬ জুলাই: গত ১৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধর্মনগর থানার এসআই স্বপন সিনহা কৃষ্ণপুর হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে অভিযান চালিয়ে দু’জন সন্দেহভাজনকে আটক করেন। তাদের সঙ্গে থাকা একটি পাটের বস্তা তল্লাশি করে তৎকালীন এসডিপিও কান্তা জাহাঙ্গীরের উপস্থিতিতে উদ্ধার হয় ৩০ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা। ঘটনাস্থলেই মাদকদ্রব্য গুলি আটক করা হয় এবং দু’জনকে গ্রেপ্তার করা হয়।ঐ দিনই ধর্মনগর থানায় এফআইআর নথিভুক্ত করা হয় (ধর্মনগর পিএস কেস নম্বর ১২০/২০২১) এবং পরবর্তীতে মামলার তদন্তভার পান এসআই রঞ্জিত দেববর্মা। তিনি তদন্ত সম্পূর্ণ করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় এনডিপিএস আইন ১৯৮৫-এর ধারা ২০ (বি)(সি) এবং ২৯ ধারায় অভিযোগ গঠন করা হয়।
মামলায় মোট নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। গত ৩০ জুন ২০২৫ তারিখে এই মামলার শুনানি (আর্গুমেন্ট) শেষ হয় এবং আজ, ১৬ জুলাই ২০২৫ তারিখে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে।আদালত অভিযুক্ত দুই আসামী—জন্টু দাস ও বিক্রম দাস উভয়েরই বাড়ি পানিসাগরে। তাদেরকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। অর্থদণ্ড না দিলে প্রত্যেককে অতিরিক্ত ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।এ রায়ে মাদকবিরোধী অভিযানে পুলিশের সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। এবার সতর্ক থাকতে হবে গাঁজা ব্যবসায়ী বা সরবরাহ কারীদের। ধরা পড়লে ই জেল,হতে পারে সশ্রম কারাদণ্ড।তাই নেশাজাতীয় সামগ্রী পাচার থেকে সরে সৎ উপায়ে উপার্জনের পথ বেছে নেওয়ার আহ্বান জানান সচেতন নাগরিক।