যুব বিচিত্রা প্রতিনিধি আগরতলা, ০৪ আগস্ট :- ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন দারা পরিচালিত অ্যাগসিভিশন
ম্যাচ আজকে মুখোমুখি হয় টি.সি.এ একাদশ বনাম বেঙ্গল টাইগার। টস জিতে বেঙ্গল টাইগার্স ফিল্ডিং করার
সিদ্ধান্ত নেয়। টস সেরে সাংবাদিকদের সামনে এসে ম্যাচ এর সম্বন্ধে প্রতিক্রিয়া দেন যীশু সেনগুপ্ত। উপস্থিত
ছিলেন কল্যাণী রায় সহ ক্রীড়াবিদ প্রমুখ।