ICC Plans 4-day Tests :১৪৮ বছরের ইতিহাসে বদল, পাঁচের বদলে এবার ৪ দিনের টেস্ট!

বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক,১৭জুন: ইংল্যান্ডে গিয়ে জানলেন শুভমনরা জানলেন যে কি পরিবর্তন, কিভাবে ১৪৮ বছরের ইতিহাসে বদল ঘটালো। এই মুহূর্তে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুভমন গিলরা বিলেতে। আর বেন স্টোকসদের দেশে এসেই শুভমনরা জানলেন যে, এবার পাঁচের বদলে ৪ দিনের টেস্ট!ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের (India tour of England 2025) টেস্ট সিরিজই হতে চলেছে অধিনায়ক হিসেবে শুভমন গিলের (Shubman Gill) প্রথম অ্যাসাইনমেন্ট। দেশের ৩৭তম টেস্ট অধিনায়কের নেতৃত্বে তরুণ টিম ইন্ডিয়া বেন স্টোকসদের বিরুদ্ধে, লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে ২০ জুন থেকে মহাযুদ্ধে নামবে। আপাতত চলছে দলের রুদ্ধদ্বার অনুশীলন। আর এমন আবহে বিলেতে গিয়ে শুভমনরা পেয়ে গেলেন বিরাট আপডেট! বদলে যাচ্ছে ১৪৮ বছরের ইতিহাস। পাঁচের বদলে এবার ৪ দিনের টেস্ট! নীলনকশা তৈরি আইসিসি-র (ICC Plans 4-day Tests)।।