প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের রক্তদান শিবির!

যুব বিচিত্রা প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট :- আগামী ২৪শে আগষ্ট রবিবার সকাল সাড়ে দশটায় আগরতলার

আড়ালিয়া-স্থিত প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে দাদী প্রকাশ মনিজীর ১৮-তম প্রয়াণ দিবসে এক

মেগা ‘রক্ত দান’ শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরের উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় মৎস মন্ত্রী

সুধাংশু দাস। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীযুক্ত সুবল কুমার দে, চীফ এডিটর, স্যন্দন পত্রিকা, পশ্চিম

ত্রিপুরা জেলা আয়ুক্ত ড:বিশাল কুমার সহ বিশিষ্ট রা। এই মেগা রক্তদান শিবিরটি সারা দেশব্যাপী গিনেস বুক অফ

ওয়ার্ল্ড রেকর্ড এর স্থান পাওয়ার উদ্দেশ্য নিয়ে মানবকল্যানে অনুষ্ঠিত হচ্ছে।

এই অনুষ্ঠানে সবার উপস্থিতি, সহযোগিতা ও রক্ত দানে অংশ গ্রহন করে অনুষ্ঠানকে সফল রূপ দিতে প্রজাপিতা

ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।