লাইসেন্সিং সহজীকরণ, আন্তঃরাজ্য নাকা চেকিং শক্তিশালীকরণে জোর, আবগারি বৈঠকে সচিবের স্পষ্ট নির্দেশ
জনসংযোগ শিলচর, ২২ আগস্ট :- বরাক উপত্যকায় আবগারি প্রশাসনকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে শুক্রবার শিলচরে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের আবগারি দফতরের সচিব আদিল খান, (আইএএস) একাধিক কড়া নির্দেশ দেন। রাজস্ব সংগ্রহের লক্ষ্য পূরণ, লাইসেন্স প্রক্রিয়াকে সহজীকরণ এবং আন্তঃরাজ্য অবৈধ মদ পাচার রুখতে দৃঢ় অবস্থান বৈঠকের আলোচনার মূল বিষয় ছিল।
সভার শুরুতেই সচিব জানান, “রাজস্ব বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া যাবে না”। বৈঠকে চলতি আর্থিক বছরের রাজস্ব প্রবণতা বিশ্লেষণ করা হয় এবং ঘাটতি পূরণের জন্য উদ্ভাবনী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন, অবৈধ মদের বিরুদ্ধে সরকার ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন আবগারি বিভাগের উপায়ুক্ত এল.এন. বরুয়া, কাছাড়ের আবগারি বিভাগের ভারপ্রাপ্ত, অতিরিক্ত জেলা আয়ুক্ত, ফিলিস ভি.এল. হামুন্সিয়ামি হরাঙচাল, কাছাড় জেলার আবগারি বিভাগের সুপারিন্টেনডেন্ট শান্তনু হাজারিকা, হাইলাকান্দির সুপারিন্টেনডেন্ট হিমান জ্যোতি বরুয়া, শ্রীভূমির সুপারিন্টেনডেন্ট সিদ্ধার্থ শঙ্কর দত্ত সহ দফতরের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।
চা-বাগান ও গ্রামীণ এলাকায় অবৈধ মদ প্রস্তুতিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে সচিব সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আবগারি আধিকারিকদের কঠোর অভিযানের নির্দেশ দেন। তিনি বলেন, “যেসব এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে, সেগুলিতে টানা অভিযানের মাধ্যমে অবৈধ কারবার ভেঙে দিতে হবে”। পাশাপাশি, আন্তঃরাজ্য গেটগুলিতে নাকা চেকিং আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়, যাতে পাশের রাজ্য থেকে মদ পাচারের চেষ্টা নস্যাৎ হয়।

রাজস্ব বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক পরিবেশকে স্বচ্ছ রাখতে লাইসেন্সিং প্রক্রিয়ায় দ্রুততা আনার কথাও আলোচনায় উঠে আসে। সচিব জানান, বকেয়া লাইসেন্স মঞ্জুরের ক্ষেত্রে সরলীকৃত ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ব্যবসায়ীরা সহজে অনুমতি পান এবং রাজস্ব বাড়ে।
বৈঠক শেষে আবগারি দফতর অভিযানের গতি বাড়ানোর অঙ্গীকার করেছে। রাজস্ব বৃদ্ধি ও অবৈধ মদের ব্যাবসা রোধে সমন্বিত উদ্যোগে এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপকে রাজ্য সরকারের বৃহত্তর স্বচ্ছ প্রশাসনিক নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
