উৎসর্গ রায়, ধর্মনগর,২১মে: এক পশলা বর্ষণে ত্রিপুরা রাজ্যের সবকটি গ্রামাঞ্চল জলমগ্ন। পথচারীদের দুর্ভোগ চরমে। বিভাগীয় নিষ্ক্রিয়তা না চরম উদাসীনতা প্রশ্ন জনমনে! উল্লেখ্য,বর্ষার মরসুম আসলেই সমস্যার সম্মুখীন হতে হয় উত্তর ত্রিপুরা জেলার আলগাপুর রোডের জনগণদের। কেননা এই রোডটিতে জল জমে একেবারে পুকুরে পরিণত হয়ে যায়।উত্তর জেলায় বেশ কিছুদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে একাধিক জায়গায় জল জমেছে। উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরও বাদ নেই। ধর্মনগর শহরের আলগাপুর রোডে জল জমে রাস্তার উপর চলে আসায় জনগণের যাতায়াতে হচ্ছে সমস্যা।
২১শে মে বুধবার দুপুরে এমনই দৃশ্য পরিলক্ষিত হয় আলগাপুর রোডে। রোডের পাশে থাকা ড্রেনের পরিধি কম হওয়াতে জল নিষ্কাশনে সমস্যা হয় তাছাড়া ড্রেনের মধ্যে আবর্জনা,প্লাস্টিকের বোতল ইত্যাদি ফেলাতে ড্রেনের মুখগুলিও বন্ধ হয়ে থাকে। যার ফলে জল ড্রেন ভরে রাস্তায় চলে আসে। কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টির কারণে রাস্তার পাশে থাকা পুকুরও ভর্তি হয়ে জল বেড়োচ্ছে আর ড্রেন থেকেও জল বেড়িয়ে রাস্তায় চলে আসছে। যার ফলে রাস্তা একেবারে জলমগ্ন হয়ে উঠেছে। ফলস্বরূপ যাতায়াতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জনগণের। এক সাক্ষাৎকারে উক্ত এলাকার এক বাসিন্দা জানান দীর্ঘদিন ধরেই এই জল জমার সমস্যা চলে আসছে। বেশ কয়েক বছর ধরেই বর্ষার মরসুম আসলেই এই রোডে জল জমে যায়। এলাকার ওয়ার্ড মেম্বারের নজরে বিষয়টি আসলেও এখনও সমস্যার সমাধান হয়নি। কিছুদিন পূর্বে পুর পরিষদের পক্ষ থেকে ড্রেন সংস্কারের কাজ শুরু হলেও বৃষ্টির জন্য বর্তমানে কাজ বন্ধ।
এখন দেখার বিষয় ধর্মনগর পুর পরিষদ দীর্ঘদিনের এই সমস্যার কত দ্রুত সমাধান করে। মূল কথা রাজ্যের অধিকাংশ গ্রামাঞ্চলে আজ ও বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ জীবন পার করতে হয় সাধারণ ভোটারদের। নীরব দর্শকের ভূমিকায় অভিনয় করেন জেলা প্রশাসন সহ নির্বাচিত জনপ্রতিনিধি রা। শীঘ্রই উল্লেখিত গ্রামাঞ্চলে পথঘাট এর সুচারু ব্যবস্থা করে না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেয় ভুক্তভোগী জনতা।