একনাগাড়ে ৮ ঘন্টা বৃষ্টি, জলমগ্ন ধর্মনগর শহরের বহুলাংশ।

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর ২০জুলাই :- একটানা ৮ ঘন্টা বৃষ্টি ধর্মনগরে। জলমগ্ন শহরের বহু অংশ। অতি

ভারী বৃষ্টির ফলে ধর্মনগরের কিছু কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়ে। ঠিক তেমনি একটি দৃশ্য চোখে পড়ে জেলরোড স্থিত মনতলা ফ্রিডম ক্লাব সংলগ্ন এলাকায়, রাস্তার ওপরে উঠে গেছে জল, এতে যাতায়াতে হচ্ছে সমস্যা তার সাথে

সাথে ক্রমশঃ বাড়ছে জলের স্তর। তারমধ্যে জল ঢুকে যাচ্ছে মানুষের ঘরের ভেতরে। চোখ রাখুন যুব বিচিত্রায়।