ত্রিপুরার খোয়াই বেলফাংয়ের গাঁজা বাগান ধ্বংস করলেন পুলিশ বাহিনী!

যুব বিচিত্রা প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট :- ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াইয়ে নেশার বিরুদ্ধে সক্রিয় অভিযান অব্যাহত। বাইজালবাড়ি থানাধীন বেলফাং এলাকায় এক বিশাল গাঁজার বাগান ধ্বংস করেন পুলিশ ও টিএসআর এর যৌথ বাহিনী। খোয়াইয়ের এসডিপিও এবং বাইজালবাড়ি থানার ওসির নেতৃত্বে এই অভিযানে প্রায় ২৫ হাজার গাঁজার চারাগাছ উপড়ে ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর , গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার ২১ আগস্ট সকাল থেকে এসডিপিও খোয়াই এবং বাইজালবাড়ি থানার ওসির নেতৃত্বে পুলিশ ও ৬ষ্ঠ ব্যাটালিয়ন টিএসআর এর জওয়ানরা বেলফাং এর দুগম এলাকায় হানা দেয়। সেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে অবৈধভাবে চাষ করা গাঁঁজার এই বিশাল বাগানটি তাঁদের নজরে আসে। এরপরই যৌথ বাহিনী প্রায় ২৫ হাজার গাঁজা চারাগাছ কেটে ও পুড়িয়ে নষ্ট করে দেয়। এই ঘটনায় এনডিপিএস আইনের অধীনে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।