পাঁচগ্রাম টাউন হাইস্কুলের বিজ্ঞান শিক্ষক মনিকান্ত সিনহা (৫৯) আর নেই

সুরজিৎ দাস পাঁচগ্রাম, ০২ আগস্ট :- পাঁচগ্রাম টাউন হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক মনিকান্ত সিনহা (৫৯) আর নেই। শুক্রবার সকালে শিলচর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।চলে গেলেন না ফেরার দেশে। তিনি দীর্ঘদিন ধরে মধুমেহ ও কিডনি জনিত রোগে ভূগছিলেন বলে সূত্রের খবর। তাঁর অকাল মৃত্যুতে অফুরন্ত ক্ষতি হলো পাঁচগ্রাম টাউন স্কুল সহ প্রতিবেশী শৈক্ষিক মহলে।‌কারণ শিক্ষক মনিকান্ত সিনহা গণিত এবং বিজ্ঞানে সুদক্ষ পাঠ করাতেন শিক্ষক হিসেবে। তাঁর পরিচয় কেবল পড়ুয়া সমাজেই সীমাবদ্ধ ছিল না, সাংস্কৃতিক, খেলাধুলা সবকিছু তে অবদান অনস্বীকার্য। শুক্রবার গ্রীষ্মের ছুটির পর স্কুল খোলার প্রথম দিন স্কুল চত্বরে শিক্ষক মনিকান্ত সিনহার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। দীর্ঘদিনের একজন সতীর্থ শিক্ষক কে‌ হারিয়ে মূর্ছে যান টাউন হাইস্কুল এর শিক্ষক শিক্ষিকারা। পরে শিক্ষক মনিকান্ত সিনহার মরদেহ স্কুল প্রাঙ্গণে নিয়ে এঁকে এঁকে সবাই শেষ শ্রদ্ধা জানান। তার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় । উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুর শুক্কুর চৌধুরী, সহকারী শিক্ষক মতসিন আলী , মনজুর হক বড়ভূইয়া, চিরঞ্জীব রায় ,ফুকন কাকতি  হোসেন আহমদ ও আছাব উদ্দিন  লস্কর প্রমূখ । পাঁচগ্রাম টাউন হাইস্কুলে দীর্ঘ ৩০ বছর শিক্ষকতা করার পর শেষ পর্যন্ত বিধাতার টানে পরপারে পাড়ি দিলেন শিক্ষক মনিকান্ত সিনহা। তার মৃত্যুতে পাঁচগ্রাম সহ আশপাশ এলাকায় নেমে আসে শোকের‌ ছায়া। মৃত্যু কালে রেখে গেছেন স্ত্রী সহ দুই কন্যা ও এক পুত্র সন্তান সহ অসংখ্য গুণমুগ্ধ দের।