অনুপম পাল, শ্রীভূমি ২৬শে এপ্রিল: বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন কায়দায় প্রতিবাদ। কোনো জায়গায় মোমবাতি মিছিল তো কোনো জায়গায় খালি গায়ে খালি পায়ে হাতে বিভিন্ন স্লোগান এর প্লেকার্ড নিয়ে প্রতিবাদ। তবে দাবী একটাই কাশ্মীরের ঘটনায় জড়িত সন্ত্রাসী সহ পাক সরকারের মদতপুষ্ট সন্ত্রাসী দের অস্তিত্ব মুছে ফেলার দাবী জানান ভারত সরকারের কাছে। শনিবার সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে এক মৌন মিছিলের আয়োজন করেন আসাম মিজোরাম আর ত্রিপুরা সীমান্ত এলাকার বালিপিপলার ফরেস্ট ভিলেজের বাসিন্দারা।
কাশ্মীর এলাকায় পাক সন্ত্রাসীদের হানায় নিহত নিরীহ পর্যটকদের হত্যা ঘটনার জন্য মৌন মিছিল বের করা হয়। এই মিছিল সমাপ্তি করে অমানবিক ঘটনার নিন্দা ও ধিক্কার জানান হয় এলাকার জনগণ। বালিপিপলা অঞ্চলের প্রধান সড়ক পরিক্রমা করে গাঁও পঞ্চায়েত কার্যালয়ে সংক্ষিপ্ত বক্তব্য বাখেন মতিলাল দাস, শ্রীমৎ দাস প্রমুখরা। ভারত-পাক সীমান্ত পাক -সন্ত্রাসবাদীদের হানায় নিহত ভারতীয় হিন্দু পর্যটকদের আত্মার সদগতি কামনা করে নীরবতা পালন করে শোক প্রকাশ করা হয়। এধরনের সন্ত্রাসীদের সর্বস্ব ছাই করে অস্তিত্ব মুছে দেওয়ার দাবী জানান ভারত সরকারের কাছে।