সুজন চক্রবর্তী, মুম্বাই, ২৩ আগস্ট :- মহারাষ্ট্রের পালঘরে ফিরলো ভোপালের আতংক। জেলার তারাপুর – বৈসার শিল্প এলাকায় ঘটে গেলো বড়োসড়ো দুর্ঘটনা। এলাকার একটি ওষুধের কারখানায় নাইট্রোজেন গ্যাস লিক হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২ জনের অবস্থা সংকটজনক বলেই জানা গেছে। পালঘর জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান বিবেকানন্দ কদম সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার ২১ আগস্ট বিকেলে বৈসার শিল্প এলাকার একটি ওষুধের কারখানায় এই দুঘটনা ঘটেছে। কারখানার একাংশ থেকে নাইট্রোজেন গ্যাস বেরোতে থাকে। সেই গ্যাস নিঃশ্বাসের মাধ্যমে শরীরে বিষ ক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে ৬ জন কর্মী। সন্ধ্যায় তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ৪ জনকে মৃত বলে ঘোষণা করে। অপর ২ জন কর্মী আপাততো আইসিইউতে চিকিৎসাধীন। তাঁদের চিকিৎসা চলছে বলেই সূত্রের খবর। কিভাবে এই গ্যাস লিক হল তা নিয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি। ঘটনার পর আশেপাশের এলাকায় আতংক বিরাজ করছে। ইতিমধ্যে এনিয়ে তদন্ত শুরু হয়েছে।
মহারাষ্ট্রের পালঘরে গ্যাস ছোবলে মৃত ৪, আহত অনেক
