শিলাদিত্য পাল, কাঠিগড়া, ২৩ আগস্ট :- দেশের বিভিন্ন স্থানের মতোই দক্ষিণ পূর্ব প্রান্তেও বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস পালিত হচ্ছে। পরিষদের পশ্চিম কাছাড় জেলার উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে স্থাপনা দিবসের নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। এবার বিহাড়া প্রখণ্ডের চন্দ্রনাথপুর জিপিতে এক সাড়ম্বরে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি বিধু ভূষণ দেবের পৌরহিত্যে আয়োজিত এই সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটি ক্ষেত্রের সংগঠন মন্ত্রী দীনেশ তেওয়ারি। তিনি বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত

আলোচনা করেন। তেওয়ারি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সম্প্রদায়গত ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে। তাহলেই ধর্মের রক্ষা ও সুরক্ষা করা সম্ভব। ধর্ম বাঁচলে সমাজও বাঁচবে, দেশও রক্ষা

পাবে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও একই সুরে সকলকে সংঘবদ্ধ হয়ে চলার আহ্বান জানান। জেলা সভাপতি বিধু ভূষণ দেব জানান, ১৬ আগস্ট থেকে জেলার বিভিন্ন স্থানে বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবসের কর্মসূচি শুরু হয়েছে, যা আগামী ২৪ আগস্ট পর্যন্ত চলবে।