শিলচর সৎসঙ্গ বিহারের দুদিনব্যাপী আয়োজনে ব্যাপক সাড়া যোগায় শহরজুড়ে
যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর,৯ ফেব্রুয়ারি: শিলচর সৎসঙ্গ বিহারে ৪৭তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী তৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম জন্ম মহোৎসব উদযাপন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় রবিবার।
শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহামহোৎসব ঠাকুরের জয়ধ্বনি দিয়ে উদযাপন, তারপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতিকৃতি দিয়ে ট্যাবলো বানিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রায় ৫ হাজারের অধিক ভক্তদের নিয়ে
মহিলারা লাল পাড় শাড়ি,আর পুরুষেরা সাদা ধবধবে ধুতি পাঞ্জাবি পরিধান করে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জয়ধ্বনি,বন্দে -পুরুষোত্তমম্ ধ্বনি সহ ঠাকুরের বিভিন্ন বাণী দিয়ে প্লেকার্ড হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়। মেতে ওঠে আবাল বৃদ্ধ বণিতা সকলেই অবশ্য সৎসঙ্গীরা ছাড়াও অন্যরাও এই বর্ণাঢ্য শোভাযাত্রা য় যোগ দেন।
দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান পরিবেশন,পরে ধর্মসভা অনুষ্ঠিত হয়। চলে মহাপ্রসাদ বিতরণের পালা ও। বিকেলে সমবেত প্রার্থনা সন্ধ্যায় আলোকসজ্জা অনুষ্ঠিত হয়। অবশেষে সৎসঙ্গের প্রধান আচার্য্য দেব শ্রীশ্রী অর্ক্যদুতি চক্রবর্তী সন্ধ্যা আটটায় শিলচর শ্রী মন্দিরে এসে ভক্তদের দর্শন দেন। সবাই একে একে সাড়ি বেঁধে দর্শন প্রণাম করে তাঁর ঐশী আশীর্বাদ প্রাপ্ত হন।এবং আচার্য্য দেব ও উপস্থিত সবাই কে ঠাকুরের দেওয়া জীবন শৈলী অর্থাৎ বাঁচা বাড়ার পঞ্চনীতি “যজন, যাজন, ইষ্টভৃতি , স্বস্ত্যয়নী , সদাচার” নিখুঁত ভাবে মেনে চলার শলা দেন।
আচার্য্যদেব দর্শন প্রণাম করতে ও উপচে পড়া ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়


