বিজেপি সরকারের সব কা সাথ সব কা বিকাশ,আজ ও নগ্ন দৃশ্যে গ্রামাঞ্চল
যুব বিচিত্রা,ধর্মনগর,১৭জুন: উত্তর ত্রিপুরার কদমতলা-ধর্মনগর প্রধান সড়কের বেহাল দশার বিরুদ্ধে আজ সকালে লালছড়া এলাকায় পথ অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কের করুণ অবস্থার বিষয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো স্থায়ী সমাধান না আসায় ক্ষোভে ফেটে পড়েন তারা। স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষার সময় এসব গর্তে জল জমে ছোট ছোট পুকুরের আকার ধারণ করে, যা যান চলাচলের ক্ষেত্রে চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করছে। প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় যাত্রী ও চালকদের পথ চলা কঠিন হয়ে উঠেছে।অবরোধ কারীদের বক্তব্য, বহুবার আবেদন-নিবেদন সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে সড়ক সংস্কারের কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়েই লালছড়া ও জয়পুর এলাকার সাধারণ মানুষ এই বিক্ষোভে অংশ নেন। এই অবরোধের ফলে সকাল থেকেই যাত্রীবাহী যানবাহন এবং সাধারণ পথচারীদের মারাত্মক ভোগান্তির সম্মুখীন হতে হয়। সৃষ্ট যানজটের কারণে বহু যাত্রীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। অবশেষে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিয়ে আন্দোলন প্রত্যাহার করান।