সুরজিৎ দাস, পাঁচগ্রাম, ২১ আগস্ট :- কমলাক্ষের সহানুভূতির আঁচ বরাকের কোনো জায়গায় বাদ নেই। এবার কাঠিগড়ার প্রান্তে প্রান্তে। মুখ্যমন্ত্রী র ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা কাঠিগড়ার জনাকয়েক দুঃস্থ রোগীদের।
উল্লেখ্য, কাটিগড়া চক্রাধিকারীক কার্যালয়ের কনফারেন্স হলে বুধবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে কিছু দুঃস্থ রোগীদের হাতে চেক তুলে দেওয়া হয়। চেক তুলে দেন বিধায়ক কমলাক্ষ দে
পুরকায়স্থ।মুখ্যমন্ত্রী এই সহায়তা মূলক পদক্ষেপের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টায় আগামী কিছু দিনের মধ্যে কাটিগড়ায় অনুষ্ঠিত হবে এক মেঘা হেল্থ ক্যাম্প। এই ক্যাম্পের মাধ্যমে কিডনী এবং হার্টের জটিল রোগে আক্রান্ত ব্যক্তির সনাক্তকরণ করা হবে। পরর্বতীতে যাদের হার্টের অপারেশন এবং কিডনি পরিবর্তনের প্রয়োজন হবে তাদের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। এদিন দুঃস্থ রোগীদের চেক বন্টনে সামিল ছিলেন বদরপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সীতাংশু রায়, বিশিষ্ট সমাজ সেবক চিরঞ্জিব দাস, সুশেন দাস সহ স্থানীয় নাগরিক।