জেলা আয়ুক্ত মৃদুল যাদব জোর দিলেন নির্ধারিত সময়ে অর্থপ্রদান, নিরাপত্তা ও সরকারি নির্দেশ মেনে চলার
জনসংযোগ শিলচর, ২১ আগস্ট :- কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ২০২৪-২৫ অর্থবছরের চা শ্রমিকদের দুর্গাপূজা বোনাস ঘোষণা ও অর্থপ্রদান নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বৈঠকের নেতৃত্ব দেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব। প্রশাসনের পাশাপাশি পুলিশ, ব্যাংক, টি.এ.আই., আই.টি.এ., শ্রম দপ্তর এবং চা শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত হয় যে, প্রত্যেকটি চা বাগানের মালিকপক্ষকে ৩১শে আগস্ট, ২০২৫-এর মধ্যে বোনাসের ঘোষণা করতে হবে এবং ঘোষিত পরিমাণ গত বছরের চেয়ে কোনোভাবেই কম হতে পারবে না। একই সঙ্গে সরকারি পরামর্শ অনুযায়ী ১০ই সেপ্টেম্বর, ২০২৫-এর মধ্যে বোনাস বিতরণ শেষ করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসন স্পষ্ট জানিয়ে দেয় যে শেষ মুহূর্তে টাকা দেওয়া চলবে না, কারণ এতে দেরি বা বিশৃঙ্খলার আশঙ্কা থাকে। ব্যাংকগুলোকেও প্রয়োজনীয় ক্ষুদ্র নোট মজুত রেখে চা শ্রমিকদের সহজে অর্থপ্রদান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বোনাস বিতরণের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় বৈঠকে। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তো, জানান, সংবেদনশীল চা বাগানগুলির একটি তালিকা তৈরি করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। সিদ্ধান্ত হয়, দুর্গাপূজার অন্তত ১০ দিন আগে বোনাস বিতরণ সম্পন্ন করতে হবে যাতে কোনো অশান্তি না ঘটে। এ জন্য চা বাগানের কর্তৃপক্ষকে প্রশাসন ও স্থানীয় থানাকে আগে থেকেই তারিখ জানাতে হবে। অর্থপ্রদানের সময় পুলিশ আইনশৃঙ্খলার দিকে কড়া নজর রাখবে বলেও জানানো হয়।

সরকারি নিয়মকানুন কঠোরভাবে পালনের উপর ও জোর দেওয়া হয় বৈঠকে। চা বাগান মালিকদের সরকারি চিঠি (নং E-378148/280, তারিখ :- ২ আগস্ট, ২০২৫) অনুযায়ী বোনাস প্রদান নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি, অর্থপ্রদান সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই ‘ফর্ম ডি’ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বোনাস ঘোষণার পর জেলা শাসক এবং শিলচরের সহ-শ্রম আয়ুক্তকে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে বলেও জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত শ্রীমতী অন্তরা সেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুব্রত সেন, কাছাড় জেলার মুখ্য জেলা ব্যবস্থাপক, টি.এ.আই. ও আই.টি.এ.-র প্রতিনিধিরা, শ্রম দপ্তরের আধিকারিকরা এবং চা শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

বৈঠকের শেষে জেলা আয়ুক্ত মৃদুল যাদব বলেন, “চা শ্রমিকরা যাতে সময়মতো ও নির্বিঘ্নে বোনাস পান, তার জন্য জেলা প্রশাসন সব রকম পদক্ষেপ নেবে। মালিকপক্ষ, প্রশাসন, পুলিশ এবং শ্রমিক সংগঠনগুলির সমন্বিত প্রচেষ্টায় এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে।” তিনি আরও আহ্বান জানান যে সমস্যাগুলি স্থানীয় বাগান পঞ্চায়েত পর্যায়েই সমাধানের চেষ্টা করতে হবে, যাতে অযথা বড় কোনো জটিলতা না তৈরি হয়।

কাছাড় জেলা প্রশাসন স্পষ্ট করেছে যে, এ বছরও চা শ্রমিকরা সময়মতো বোনাস পাবেন এবং পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ যা শ্রমিক সমাজের কল্যাণে সরকারের অঙ্গীকারকে আরও দৃঢ় করে তুলবে।
