যানজট নিরসন,সহজ সরলভাবে রাস্তায় নেমে পড়েন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
যুব বিচিত্রা প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট :- সাধারণ মানুষ যে কিভাবে অতীষ্ট হচ্ছে দিনের পর দিন যানজট সমস্যায়। তাঁর আজ জলন্ত উদাহরণ সহ অনুভব নেন ত্রিপুরা রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী!
মাধব-বাড়িতে যানজট সৃষ্টি হলে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজের কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে সহজ সরলভাবে ট্রাফিক যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকা নিতে দেখা যায় অস্বাভাবিক যানজটে স্বাভাবিক করে দেন মুহুর্তের মধ্যেই।
প্রথমবারের মতো রাজ্যে এক ব্যাতিক্রমী নজির স্থাপন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যানজট সৃষ্টি হলে নিজের কনভয় থামিয়ে খোদ পরিবহন মন্ত্রী যান চলাচল স্বাভাবিক করলেন যা ঐতিহাসিক বললেন
বিশ্লেষকরা। মঙ্গলবার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জিরানীয়া যাওয়ার পথে মাধব বাড়িতে ব্যাপক যানজট সৃষ্টি হয় গাছ ভেঙে পড়ার কারণে, বিষয়টি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে কনভয় থামিয়ে নেমে পড়েন এবং যান চলাচল স্বাভাবিক
করে দেন।রাজ্যের ইতিহাসে এই দৃশ্য সম্ভবত প্রথম কোনো পরিবহন মন্ত্রী যানজট নিরসনে এই ভূমিকা নিলেন।মন্ত্রীর এই ভূমিকা তাৎপর্যপূর্ণ বলে মনে করেন স্থানীয় জনগণ সহ সমর্থক মহলে।