কাটলিছড়া হরিশনগর PWD রাস্তাটির করুণ দশা,প্রতিবাদে স্থানীয় জনগণ সহ জেলা পরিষদ মান্না খান এবং এপি জহিরুল ইসলাম

যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি, ২জুন :- কাটলিছড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত হরিশনগর জিপির দ্বিতীয় খন্ডে রাস্তার বেহাল অবস্থা। রাস্তার মধ্যবর্তী স্থানে বড়ো বড়ো গর্তের মিছিল,যা পুকুরে পরিনত। হরিশনগর থেকে সহজভাবে কাটলিছড়া আসার একমাত্র যাতায়াতের রাস্তা এটাই। স্থানীয়দের মতে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ও সাপ্তাহিক বাজারের জন্য কাটলিছড়া যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হয়, নিত্য চলাচলের একমাত্র মাধ্যম এই পথ । প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী ও চাকুরীজীবিরাও আসা যাওয়া করেন। কিন্তু রাস্তার এই বেহাল অবস্থার দরুন ছাত্র-ছাত্রীরা সময় মতো স্কুলে যেতে পারছে না। এলাকার কোন রোগী সময় মতো হাসপাতালে যেতে পারছে না। বিগত কিছু দিন পূর্বে সংগঠিত হয় বড়োসড়ো দূর্ঘটনা, উল্টে পড়ে স্কুল গাড়ি। রাস্তার এই বেহাল অবস্থা দেখে আজ স্থানীয় জনগণ রাস্তা অবরোধ করে প্রতিবাদ করেন। প্রতিবাদের খবর পেয়ে সরজমিন উপস্থিত হন জামিরা সাহাবাদ জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি মান্না খান চৌধুরী পাশাপাশি উপস্থিত হন হরিশনগর জিপির এ.পি সদস্যার প্রতিনিধি জহিরুল ইসলাম।প্রতিবাদে অংশ নেন হাফিজুর রহমান মজুমদার, আব্বাস উদ্দিন, রিজুল ইসলাম, জামরুল ইসলাম সহ প্রমূখ। পাশাপাশি স্কুল পড়ুয়ারা ও এই প্রতিবাদে অংশ নেন। উপস্থিত সবাই বিভিন্ন রকম স্লোগান দিয়ে প্রতিবাদ করেন। উপস্থিত জেলা পরিষদ মান্না খান চৌধুরী জানান, কন্টাকটার সাথে যোগাযোগ করেছেন কিন্তু কোন সাড়া পাননি। তিনি কন্টাকটারকে হুঁশিয়ারি দিয়ে বলেন তাড়াতাড়ি এই রাস্তাটির ঠিক করে দেওয়া হোক পাশাপাশি জহিরুল ইসলাম বলেন বিগত ১৫ বছর থেকে রাস্তাটির বেহাল অবস্থা। এই রাস্তার জন্য কয়েকবার প্রতিবাদ করা হয়েছে কিন্তু ভালো কোন পদক্ষেপ নেওয়া হয় নি। এদিনের প্রতিবাদকারী সবাই বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দাবি জানায় অবিলম্বে এই রাস্তার মেরামতির জন্য‌। প্রতিবাদ প্রত্যাহার করাতে ছুটে আসে বিভাগীয় বাস্তকার সহ পুলিশ প্রশাসন। তাঁরা আগামী ৩ দিনের মধ্যে কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়ে এদিনের মতো প্রতিবাদ প্রত্যাহার করাতে সক্ষম হয়, তবে প্রতিবাদকারী ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দেন সঠিক সময়ে কাজে হাত না পড়লে ফের বৃহত্তর পদ্ধতি তে গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে স্থানীয় জনতা।