যথাযোগ্য মর্যাদার সাথে দিনটি উদযাপন করা হয় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে
যুব বিচিত্রা প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট :- ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদায় মহারাজা বীর বিক্রমের ১১৭ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এই মহান ব্যক্তির জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ অনেকেই শ্রদ্ধা নিবেদন

করে সামাজিক মাধ্যমে পোষ্ট করতে দেখা যায়। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এর জন্মদিবস পালন হয়নি এমন কোনো স্থান ছিল না আজকের সেই ত্রিপুরায়। মহারাজা র আবক্ষ মূর্তি তে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করতে দেখা যায় ত্রিপুরা রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ রাজ্যের
প্রভাবশালী মন্ত্রী দের। এদিকে, ত্রিপুরা প্রদেশ বিজেপি র উদ্যোগে ১১৭তম জন্মজয়ন্তী উদযাপন করলো প্রদেশ বিজেপি কার্যালয়ে। মহারাজা র প্রতিচ্ছবি তে পুষ্পার্ঘ্য নিবেদন করে উনার জীবনাদর্শ তুলে ধরেন জনসমক্ষে।
ত্রিপুরার অন্যতম কলাকার বলে অভিহিত করে মহারাজার অবদান রাজ্যবাসীর জন্যে এক অপূরণীয় পরিবর্তন এনে দিয়েছে তা স্বীকার করে এগিয়ে চলার শলা নেওয়া হয় এদিন। প্রদেশ বিজেপি কার্যালয়ে এদিন সঙ্গ দেন


রাজ্যিক সহ সভাপতি সুবল ভৌমিক, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এডিসি ভিলেজের এমডিসি বিদ্যুৎ দেববর্মা সহ অন্যান্য পদাধিকারী রা। এদিকে ধর্মনগরে মহারাজা র আবক্ষ মূর্তি তে ছাত্র সংগঠন সহ পৌর


কমিশনার দের নেতৃত্বে পুষ্পার্ঘ্য নিবেদন ও মাল্যদান পর্ব সম্পন্ন হয় এবং মতাদর্শের উপর আলোকপাত করেন এদিনের উপস্থিত বক্তারা। সবমিলিয়ে রাজ্যের কোন প্রান্ত ই যেন বাদ পড়ে নি মহারাজার ১১৭তম জন্মজয়ন্তী

উদযাপনে। এতে অজস্র সহযোগিতা এবং সাড়া সত্যিকারের চোখে পড়ার মতো ছিল মঙ্গলবার।