শিলচরের কমলা রোড ও পঞ্চায়েত রোডে রাতের যান চলাচল বন্ধ, মুখ্যমন্ত্রীর নাগরিক পাকিপথ নির্মাণ আয়োজন প্রকল্পে শুরু হচ্ছে ব্যাপক উন্নয়নমূলক কাজ

রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কার্যকর থাকবে যানবাহন নিষেধাজ্ঞা, অসুবিধার জন্য দুঃখপ্রকাশ বিভাগের

জনসংযোগ শিলচর, ১৮ আগস্ট:– কাছাড় জেলার শিলচর শহরের দু’টি গুরুত্বপূর্ণ সড়কে—কমলা রোড ও পঞ্চায়েত রোডে—রাতের সময়ে যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে লোক নির্মান সড়ক বিভাগ, শিলচর টেরিটোরিয়াল রোড সাব-ডিভিশন। ১৮ আগস্ট ২০২৫ থেকে কার্যকর এই নির্দেশ অনুযায়ী রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত উভয় সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে।

সহকারী কার্যনির্বাহী বাস্তুকার এস. ইউ. বড়ভুঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর নাগরিক পাকিপথ নির্মাণ আয়োজন (MMNPNA) ২০২৩-২৪ অর্থবর্ষের অধীনে এই দুই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে কমলা রোডে (চেইনেজ ০.০০ মিটার থেকে ২৯৬.০০ মিটার পর্যন্ত) পূর্ণাঙ্গ পুনর্নির্মাণকাজ শুরু হচ্ছে, অপরদিকে, পঞ্চায়েত রোডে পুরনো আইসিবিপি অংশগুলি পরিবর্তন করে আধুনিকীকরণ, আরসিসি কাভার ড্রেন ও গার্ড ওয়াল নির্মাণসহ সড়ক নিরাপত্তা ও টেকসই পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে যে এই নির্দেশের ফলে সাধারণ মানুষের কিছুটা অসুবিধা হতে পারে। তবে যানজট এড়াতে এবং দিনের সময় শহরের যাতায়াত স্বাভাবিক রাখতে রাতের বেলাতেই কাজ চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে “জনসাধারণের যে অসুবিধা সৃষ্টি হবে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

এই দুটি উন্নয়নমূলক প্রকল্প সম্পূর্ণ হলে শিলচরের নগর পরিবহন ব্যবস্থা যেমন অনেকটা মসৃণ হবে, তেমনই বর্ষাকালে জলাবদ্ধতার সমস্যাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে। কাছাড় জেলা প্রশাসন ও লোকনির্মান সড়ক বিভাগের তরফে জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করে সড়কগুলোকে আধুনিক ও নিরাপদ রূপে গড়ে তোলা যায়।