রেল যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে সরব ধর্মনগর মহিলা বিজেপি :-
যুব বিচিত্রা প্রতিনিধি ধর্মনগর, ১৩জুন :- বয়স ৫০ র ঊর্ধ্ব,যায়নি যৌন আকাঙ্খা, অশালীন আচরণ সহ কু-দৃষ্টি যুবতীদের প্রতি। মৌলানা চেহারা, পড়নে ধার্মিক পোশাক, ভেতরে কামনা – বাসনা,কন্যা সমতুল্য তরুণী দের দেখলেই উথলে ওঠে মনপ্রাণ,জেগে উঠে কাম ভাব। বৃহস্পতিবার সন্ধ্যায় এমন এক জঘন্য ঘটনায় উত্তেজিত করে তুললো ধর্মনগর রেলওয়ে স্টেশন। ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে আগরতলা থেকে ধর্মনগরে র উদ্দেশ্যে এক নাবালিকা নিজ গৃহ ধর্মনগর এর উদ্দেশ্য রওনা দেয়। নাবালিকা ট্রেনে চাপতে ই বয়স পঞ্চাশার্ধ লম্পট নাম মহম্মদ ইব্রাহিম এর কুদৃষ্টি এবং যৌন ইঙ্গিত তরুণীকে অতিষ্ঠ করে তুলে, বারংবার বিভিন্ন কু-ইঙ্গিত করে তরুণীকে। লম্পট আগরতলা স্টেশন থেকে রওনা দেয় ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে তাঁর বাড়ি অমরপুর। লম্পট ইব্রাহিম এর অতিষ্ট আচরণে একসময় নাবালিকা তরুণী উত্তেজিত হয়ে রেল প্রশাসন সহ নিজ পরিবারের লোককে ঘটনা জানায়। খবর পেয়ে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ধর্মনগর পৌঁছতে ই পরিবারের লোকজন সহ রেল পুলিশের দল ছুটে আসে ঘটনাস্থলে। এদিকে ধর্মনগর স্টেশনে ট্রেন টি থামতেই নাবালিকা তরুণী র পরিবারের সদস্যরা লম্পট ইব্রাহিম কে জুতো পেটা দিয়ে রেল পুলিশকে সমঝে দেয়।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে মুহূর্তে র মধ্যে। ছুটে আসে বিভিন্ন দল সংগঠন সহ মহিলা বিজেপি র নেতৃবৃন্দ রা। তবে, প্রশ্ন উঠেছে নিত্য চলাচলে রেল যাত্রী রা কতটুকু সুরক্ষিত? কোথায় থাকেন রেলের আরপিএফ বাহিনী রা? আদৌও কি তাঁরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিজের দায়িত্ব পালন করেন?? প্রশ্ন সচেতন মহলে ! ধর্মনগর রেল স্টেশনে উত্তপ্ত পরিবেশ নিয়ন্ত্রণে ছুটে আসে স্থানীয় পুলিশ সহ রেল প্রশাসন। ঘটনার মোড় অন্যদিকে না দিতে সবধরনের প্রয়াস হাতে নেয় রেল প্রশাসন। লম্পট ইব্রাহিম কে আটক করে রেল পুলিশ সমঝে নিয়ে আইনত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ভুক্তভোগী নাবালিকা তরুণী র পরিবার শান্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।আটক করে নিয়ে যাওয়া হয় লম্পট ইব্রাহিম কে।
প্রতিনিয়ত রেলে ঘটে চলেছে অনৈতিক কার্যকলাপ এবং শীলতাহানির ঘটনা, এনিয়ে সরব ধর্মনগর মহিলা বিজেপি। এদিনের লম্পট মহম্মদ ইব্রাহিম কে রেল প্রশাসনের পক্ষ থেকে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার আর্জি জানায় ত্রিপুরা বিজেপি র মহিলা মোর্চা প্রতিনিধি রূপালী অধিকারী। তৎসঙ্গে যাত্রীবাহী রেলে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে দাবী জানায় ধর্মনগর মহিলা বিজেপি নেতৃবৃন্দ।