কৈলাসহরে সিপিআই(এম)-এর সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি!

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ১৯ আগস্ট :- নবনির্মিত ২০৮ জাতীয় সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার সকাল নয়টা থেকে সিপিআই(এম) কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে এক ঘন্টার জন্যে সড়ক

অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা যায় সিঙ্গিরবিল এলাকায়। এতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা সম্পাদক অঞ্জন রায় সহ অন্যান্য নেতৃত্ব।

অবরোধের ফলে বিশাল যানজট সৃষ্টি হলেও অসুস্থ রোগী ও স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য রাস্তা খুলে দেওয়া হয়। অবরোধ শেষে জেলা সম্পাদক অভিযোগ করেন, এক বছরের মধ্যেই জাতীয় সড়ক ভেঙে পড়ার মূল কারণ নিম্নমানের কাজ ও কমিশন বাণিজ্য। তিনি আরও জানান, প্রকল্পটি পূর্বে ইউপিএ সরকারের সময় অনুমোদিত

হলেও রাজনৈতিক কারণে তা আটকে রাখা হয়েছিল। কৃষ্ণেন্দু চৌধুরীর অভিযোগ, রাজ্যের প্রায় প্রতিটি ক্ষেত্র আজ দুর্নীতিতে জর্জরিত। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন সিপিআই(এম) নেতৃত্বরা।

সবমিলিয়ে এক ঘন্টার প্রতিবাদে জেলা প্রশাসনের টনক নড়লেও কাজের কাজ কি হয় তা দেখার বিষয়!