যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ১৬ আগস্ট :- বিজেপির ধিক্কার মিছিলে বিশ্ববন্ধুর জয়জয়গান, মুখরিত ধর্মনগর এর রাজপথ।
রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন দীর্ঘ ১৫ দিন ধরে অসুস্থ, চিকিৎসাধীন বহি:রাজ্যে, সুযোগ বুঝে উত্তর ত্রিপুরা কংগ্রেস – সিপিআইএম এর কর্মকর্তারা বাজার গরম করতে উস্কানিমূলক জনসভায় পা মেলাতে দেখা যায়।
বিরোধীদের অতর্কিত মনোভাব উস্কানিমূলক মন্তব্যের জের। এনিয়ে বেজায় চটেছেন উত্তর ত্রিপুরার বিজেপি কর্মী সমর্থক!
শুরু হয়েছে রীতিমতো শাসক-বিরোধীর কাঁদা ছোড়াছুড়ি,কে কখন অস্তিত্ব হারাবে এনিয়ে ধোঁয়াশা! বিশ্ব বন্ধু সেন এর অসুস্থতার সুযোগ নিয়ে বিরোধীদের কাঁদা ছোড়াছুড়ি তে আর বসে নেই উত্তর ত্রিপুরা বিজেপির কর্মী সমর্থক।
আজ সন্ধ্যায় বিশাল মিছিলে পা মেলায় শাসক দলের কর্মী সমর্থক, বিশ্ব বন্ধু র জয়জয়গান দিয়ে মুখরিত হয় ধর্মনগরের রাজপথ, শীঘ্রই তার সুস্থতা কামনা করেন ধর্মনগর বিধানসভার সকলেই!
আজকের মিছিলে আর কি বললেন দলীয় কর্মী সমর্থক!