সুজন চক্রবর্তী, শ্রীনগর, ১৭ আগস্ট :- এবার মেঘভাঙা বৃষ্টির জেরে ভারত শাসিত কাশ্মীরের কাঠুয়ায় ০৭জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেক। ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় সড়ক। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কাশ্মীরে। তার মধ্যেই রবিবার (১৭ আগস্ট ) ভোররাতে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নামে কাশ্মীরের কাঠুয়া জেলায়। ইতিমধ্যেই সেখানে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। রেলের ট্র্যাক, জাতীয় সড়ক, থানা সহ বেজায় সম্পত্তির ক্ষতিসাধন হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার কার্য। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। আপাততো আমজনতার জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে স্থানীয় প্রশাসন। লাগাতার বৃষ্টির জেরে নদী এবং অন্যান্য এলাকায় বাড়ছে জলস্তর। তাই আমজনতাকে আপাততো ওই এলাকাগুলি থেকে দূরে থাকতে বলা হয়। অপরদিকে, রবিবার (১৭ আগস্ট ) সকালে হড়পা বান নেমেছে হিমাচল প্রদেশের মান্ডিতে ও। বেশ কয়েকটি জাতীয় সড়কে যান চলাচল আপাততো বন্ধ রাখা হয়েছে। তবে মান্ডিতে কারও মৃত্যুর খবর মেলেনি।
কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টির জেরে মৃত্যু ০৭ জনের,আহত অনেক!
