সুজন চক্রবর্তী, মুম্বাই, ১৬ আগস্ট :- প্রচন্ড বৃষ্টিতে কৃত্রিম বন্যা ভারতের মুম্বইতে। শুক্রবার (১৫ আগস্ট ) রাতে ভিখরোলি পশ্চিমে ভূমিধসে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত বহু। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাতভর বৃষ্টির জেরে মুম্বইয়ের বিভিন্ন এলাকায় জল জমে প্রায় কৃত্রিম বন্যার রূপ নেয়। আগামী কয়েকদিন বৃষ্টির প্রবল সম্ভাবনা লক্ষ্য রেখে সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এর মধ্যে পশ্চিম ভিখরোলিতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সেখানকার জনকল্যাণ সোসাইটিতে ভূমিধসের কারণে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন, শালু মিশ্রা (১৯) অপরজন সুরেশ মিশ্রা (৫০)। পরিবারের অন্য ২ সদস্য আরতি মিশ্রা ও ঋতুরাজ মিশ্রা গুরুতর আহত অবস্থায় হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। শহরের বহু এলাকা এখনো জলমগ্ন। গুরুত্বপূর্ণ অনেক সড়কও জলের তলায় চলে গেছে। নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি জমাজল ও ভূমিধস প্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা বিভাগ।
ভারতের মুম্বইতে টানা বৃষ্টি, বন্যা পরিস্থিতির ফলে মৃত্যু ০২!
