সরকারি আদর্শ মহাবিদ্যালয় বড়খলায় দীক্ষারম্ভের সূচনা,ব্যাপক সাড়া!

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর ১০ আগস্ট: বড়খলা বিধানসভার অধীনস্থ সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে FYUG ছাত্র ভর্তি পরিচালনা সমিতি, ২০২৫-এর ব্যবস্থ্যাপনায় ছাত্র অভিষেক অনুষ্ঠান “দীক্ষারম্ভ” (Deeksharambha) আয়োজিত হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নতুন শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের শিক্ষা, শৃঙ্খলা, মূল্যবোধ ও দায়িত্ব সম্পর্কে পরিচিত করিয়ে দেওয়া এবং কলেজের বিভিন্ন দিক সম্পর্কে একটি সার্বিক ধারণা প্রদান করা।

অনুষ্ঠান শুরু হয় কলেজের ছাত্রছাত্রীদের পরিবেশিত সরস্বতী বন্দনার মধ্য দিয়ে, এর মাধ্যমে জ্ঞান ও বিদ্যার দেবীকে স্মরণ করে সকলের মাঝে পবিত্রতা ও একাগ্রতা প্রতিষ্ঠা করা হয়। এরপর অতিথি বরণ এবং স্বাগত সঙ্গীতের মধ্য দিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

ছাত্রভর্তি পরিচালনা কমিটির সমন্বয়ক ডা. জয়দীপ গোস্বামী স্বাগত ভাষণে নবাগত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান এবং শিক্ষা জীবনের গুরুত্ব, দায়িত্ব, শৃঙ্খলা ও আত্মনির্ভরতার উপর আলোকপাত করেন। কলেজের অধ্যক্ষ ডা. সাহাবুদ্দিন আহমেদ নতুন প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজে একটি গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

কলেজের শিক্ষা সমন্বয়ক ড. বাহারুল আলম লস্কর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং সেমিস্টার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন।
ড. মোফিদুর রহমান, সমন্বয়ক, আভ্যন্তরীণ গুনগত মান উৎকর্ষ কোষ কলেজের ইতিহাস, গঠন এবং বিভিন্ন শাখার বিকাশ নিয়ে একটি তথ্যসমৃদ্ধ আলোচনা উপস্থাপন করেন।

রাষ্ট্রীয় শিক্ষানীতি ২০২০ (NEP 2020) ও অসম বিশ্ববিদ্যালয়ের নতুন পাঠ্যক্রম কাঠামো নিয়ে বক্তব্য উপস্থাপন করেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপিক ডা. সুরশিখা দেবনাথ ও শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. রূপাশ্রী পাল একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট নিয়ে বিস্তৃত আলোচনা করেন। এছাড়াও গ্রন্থাগারিক ডা. রাজেশ চুতিয়া কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার এবং আন্তঃবিভাগীয় শিক্ষা ব্যাবস্থা (IDC) সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

রাজনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সঞ্চুমা গয়ারি মূল্য সংযোজনকারী কোর্স (VAC) নিয়ে আলোকপাত করেন।

এরপর প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানরা তাঁদের নিজ নিজ বিষয়ে সংক্ষিপ্ত ও কার্যকরী উপস্থাপনা করেন। পাশাপাশি কলেজের বিভিন্ন সেল ও কমিটির সমন্বয়কারীরা ছাত্রছাত্রীদের সুবিধার্থে গঠিত গুরুত্বপূর্ণ সেলগুলোর কার্যাবলি তুলে ধরেন। এতে অংশগ্রহণ করেন। ড. মৌসোনা নাথ সমানাধিকার কোষ সম্পর্কে আলোকপাত করেন। ড. মধুমিতা ঘোষ, সমন্বয়ক কর্মজীবন পরামর্শ কোষ ছাত্রদের দক্ষতা অনুযায়ী জীবন গঠনে গুরুত্ব প্রদান করেন।

NCC Cell-এর মিস রোজমেরি লালজারকিম মার ছাত্রীদের NCC এর কার্যক্রমের মধ্যে দেশ গঠনের আহবান জানান। এবং মিস দীক্ষা দে সমন্বয়ক ছাত্র উন্নয়ন কোষ ছাত্রদের কলেজে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে অবগত করেন। আভ্যন্তরীন অভিযোগ কমিটি এর ড. আয়েশা আফসানা ছাত্রীদের যৌন নির্যাতন ও উৎপীড়ন বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেন। খেলা ধুলার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন ডা. জয়দীপ গোঁস্বামী
কলেজের নিয়মানুবর্তিতা নিয়ে নিয়মানুবর্তিতা কোষ এর সমন্বয়ক ড. বাহারুল আলম লস্কর ছাত্রদের অবগত করেন।
জাতীয় সেবা প্রকল্পের সমন্বয়ক ড. শালিম এম. হোসেন ছাত্রদের দেশ গঠন এবং সমাজ সেবায় এগিয়ে আসতে বলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য, সঙ্গীত ও আবৃত্তির মধ্য দিয়ে তারা নিজেদের প্রতিভা তুলে ধরে সকলকে মুগ্ধ করে। এতে কলেজ জীবনের প্রাণবন্ততা ও সৃজনশীলতার প্রতিফলন ঘটে। ছাত্রদের মধ্যে ছিল প্রিয়াংশু দেব, মৌমিতা দেব, শ্যামল দেব, ধীরাজ চক্রবর্তী, পিয়ালী গোস্বামী, সিম্পলি নাথ ও সঞ্জিত নাথ।

অনুষ্ঠানের শেষপর্বে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ড. চন্দা মেধি। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক, অতিথি, কর্মী ও ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান।

উল্লেখযোগ্যভাবে, এদিনের “দীক্ষারম্ভ” অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন ড. জয়দীপ গোঁস্বামী এবং সহ-সমন্বয়ক ছিলেন ডা. রূপশ্রী পাল তাঁদের সুদক্ষ পরিকল্পনা ও পরিচালনায় পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়।

“দীক্ষারম্ভ” অনুষ্ঠানটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ছাত্রছাত্রীদের জন্য এক নতুন যাত্রার সূচনা, যেখানে তারা জ্ঞানের পথে, মূল্যবোধে ভর করে এগিয়ে যাবে—এমনটাই আশা ব্যক্ত করেছেন কলেজ কর্তৃপক্ষ। অবশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা হয়। সবমিলিয়ে দিনভর আয়োজন মনমুগ্ধকর বাতাবরণ তৈরি করে দীক্ষারম্ভ অনুষ্ঠান।।