কাছাড় বন সংমণ্ডল এর উদ্যোগে বিশ্ব পরিবেশ উদযাপন জেলা জুড়ে

বিনামূল্যে চারাগাছ বিতরণ কাছাড় জেলা বন বিভাগের

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর,৫জুন: আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে সর্বত্র। বৃহস্পতিবার দিনটি বিশ্ব পরিবেশ দিবস কে কেন্দ্র করে যথেষ্ট সক্রিয় ভূমিকায় দেখা যায় শিলচর সদর বন বিভাগ। জিলা বন সংমণ্ডল এর উদ্যোগে অফিস চত্বরে দুপুর অবধি অন্তত পক্ষে ৫০০র অধিক বহু মূল্যবান চারাগাছ বিতরণ করতে দেখা যায়।

আজ সন্ধ্যা অবধি বিনামূল্যে চারাগাছ বিতরণের প্রক্রিয়া হাতে নিয়েছে কাছাড় জেলা বন সংমণ্ডল। মূলত বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিগত ভাবে অনেকেই নিয়েছে চারাগাছ। সবাইকে আহ্বান জানান চারাগাছ যেন সঠিক জায়গায় সঠিক ভাবেই লাগাতে পারেন।গাছ বাঁচান এবং নিজ বাঁচুন পরিবেশ বাঁচান। অন্যদিকে শিলচর সদর রেঞ্জ আধিকারিক অঞ্জিতা হাফিলা শহরবাসী কে পলিথিন মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার বার্তা দেন।

পরিবেশ দূষণে সবচেয়ে ক্ষতিকারক পলিথিন ব্যাগ। তাই এসব পলিথিন ব্যবহার বর্জন করে পরিবেশ রক্ষার দায়বদ্ধতা জনগণকে নেওয়ার আহ্বান রাখেন বন আধিকারিক।প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়ালেই সম্ভব পলিথিন মুক্ত সমাজ গড়া বললেন সদর রেঞ্জার। এদিন বিনামূল্যে চারাগাছ বিতরণে সক্রিয় ভাবে সামিল ছিলেন বিট আধিকারিক মাসুম উদ্দিন লস্কর,বন কর্মী রাজেশ রায়,সোয়াবা সুলতানা,জেরিনা সুলতানা মজুমদার,পুতুল কলিতা,প্রশান্ত সরকার সহ অন্যান্য রা।