ধলছড়া-বিলাইপুর রাস্তার বেহাল অবস্থা, সরব স্থানীয় জনতা ও কংগ্রেস কর্মীরা

যুব বিচিত্রা, প্রতিনিধি, হাইলাকান্দি,১২ ফেব্রুয়ারি: হাইলাকান্দি জেলার ধলছড়া, বিলাইপুর তথা মিজোরাম সংযোগকারী বেহাল রাস্তা নিয়ে সরব এলাকার স্থানীয় জনগণ। সোমবার স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বড়লস্কর, সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজমোহন দেব, ভুক্তভোগী স্থানীয় জনতা সুব্রত দাস, আতাব উদ্দিন চৌধুরী, শেখ আনোয়ার হোসেন, মহিলা ব্লক কংগ্রেস সভানেত্রী রেন্টি রাঙ্কর, কাটলিছড়া ব্লক মহিলা কংগ্রেস সভানেত্রী গীতা হরিজন, সুকুমার তদ্ভবাই, মহিলা কংগ্রেস পূর্ণিমা দাস সহ স্থানীয় অনেক নেতা-নেত্রীকে পাশে রেখে সংবাদমাধ্যমে জেলা সভাপতি বলেন, রাস্তাঘাট সংস্কারের জন্য কাঁড়ি কাঁড়ি টাকা বরাদ্দ হলেও কাজের কাজ কিছুই হয়নি। চলছে শুধু লুন্ঠন আর দূর্নীতি র রাজত্ব। এই রাস্তাটি পুনর্নির্মাণের জন্য কিছু দিন পূর্বেও দাবি উঠানো হয়েছিল। জেলা সভাপতি ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে গাইডলাইন বিহীন কাজের সমালোচনা করেন। বর্ষার সময় এ রাস্তা দিয়ে মানুষ চলাচল করা তো দূরের কথা, জীবজন্তু ও চলাচলের অনুপযোগী হয়ে উঠতে দেখা যায়। তিনি বলেন, যে রাস্তা দিয়ে গাগলাছড়া থেকে ফাইসেন পর্যন্ত অতি কম সময়ে পৌঁছা সম্ভব হয়, সেখানে সামান্য টাকা বরাদ্দ করা হল। স্থানীয় জনতা জানান, একদিকে রাস্তা মেরামতের কাজ চলছে অপরদিক শেষ হওয়ার আগেই ভেঙে পড়ছে, এত নিম্নমানের কাজ হচ্ছে রাস্তায়। এনিয়ে তারা রাজ্যের পূর্ত বিভাগের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হাইলাকান্দির জেলা কমিশনারের মাধ্যমে একটি স্মারকপত্র প্রেরণ করেন। পাশাপাশি হাইলাকান্দি জেলার পূর্ত বিভাগের বাস্তুকারের কাছেও পৃথক স্মারকপত্র দেন। সবমিলিয়ে রাস্তাঘাট নির্মাণে ও যে লাগামছাড়া দূর্নীতি এবং কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন হাইলাকান্দি জেলা কংগ্রেস।