যুব বিচিত্রা প্রতিনিধি, গৌহাটি,১ফেব্রুয়ারি: রাজ্যের কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা র ৫৬তম জন্মদিন কে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন আয়োজনে মেতে উঠেছে দলীয় – নির্দলীয় কর্মী সমর্থক। উচ্ছ্বাস উদ্দীপনায় মুখ্যমন্ত্রী শর্মা র জন্মদিন পালন করতে দেখা গেল বরাক উপত্যকায় ও। উল্লেখনীয় যে, রাজ্যের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শর্মার জন্মদিন উদযাপন করতে গিয়ে তাঁর নামে বৃক্ষ রোপন করতে ও দেখা গেছে। ব্যতিক্রমী এই বিদ্যালয় টি পাথারকান্দি বিধানসভার প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত।
অন্যদিকে, শিলচরের সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কে ও দেখা যায় পুষ্পস্তবক দিয়ে মুখ্যমন্ত্রী শর্মা কে অভিনন্দন জানাতে। অনেকেই তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতি প্রত্যেকেই তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য জীবন কামনা করেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এতো ব্যস্ততার ফাঁকে ও জন্মদিন উদযাপন করতে পরিবারের সঙ্গে সামিল হতে ও দেখা গেছে।তিনি ও যে তাঁর ৫৬তম জন্মদিনে উৎসাহ প্রবণতায় রয়েছে তা সহজেই বোধগম্য হয়।
এদিকে যুব বিচিত্রা পত্রিকা র পক্ষ থেকে ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কে জন্মদিনের শুভেচ্ছা সহ তাঁর সুদীর্ঘায়ু – সুস্বাস্থ্য এবং উন্নত – বর্ধিত জীবনের প্রার্থনা জানায় পরম করুণাময় এর নিকট।

