পাঁচগ্রাম জিপির দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত জিপি সভাপতি হীরালাল দাস

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ০৯ আগস্ট :- বৈদিক শাস্ত্র মতে পূজার্চনা করে প্রথমবারের মতো এবারের নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধির দায়িত্ব গ্রহণ। আনুষ্ঠানিকভাবে পাঁচগ্রাম জিপির দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত জিপি সভাপতি হীরালাল দাস এবং সহ-সভানেত্রী অর্পনা মালাকার সহ অন্যান্য গ্রুপ সদস্যরাও। এদিনের শাস্ত্রীয় পূজার্চনা এক ঐতিহাসিক সাক্ষী হিসেবে অনন্য নজির গড়লো। নবনিযুক্ত সভাপতি হীরালাল দাস বলেন যে আগামী ৫ বছর কিভাবে জিপিকে আরো শক্তিশালী করা যায় তার দিকে দৃষ্টি রাখবেন তিনি।জিপি-র অপূরণীয় কাজ পথঘাট পানীয় জল সহ বিভিন্ন সমস্যার যবনিকা টানবে দাস। এছাড়াও পাঁচগ্রাম জিপির বিভিন্ন কাজেরও অভিযোগ রয়েছে জনসাধারণের তাও খতিয়ে দেখবে শীঘ্রই,
ও দুর্নীতিমুক্ত একটি জিপি গঠন করার সর্বদা চেষ্টা চালিয়ে যাবেন বলে ও জানান তিনি সভাপতি হীরালাল।এদিকে বিজেপির পাঁচগ্রাম – বদরপুর মন্ডল সভাপতি মিটুন শুক্লবৈদ্য বলেন, এবারও বদরপুর মন্ডলের অন্তর্গত পাঁচগ্রাম জিপি,শালচাপড়া জিপি সহ কাটিগড়া ব্লক বিজেপির দখলে এসেছে। তাই আগামী পাঁচ বছর উন্নয়নের জোয়ার বইবে উল্লেখিত পঞ্চায়েত এলাকায়। এবং নবনির্বাচিত পাঁচগ্রাম জিপি সভাপতিকে সরকারি গাইডলাইন মেনে কাজ করার পরামর্শ দেন মিঠুন শুক্লবৈদ্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচগ্রাম জনশক্তি এনজিওর সকল সদস্যগণ,পাঁচগ্রাম আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা ববি রায়, প্রাক্তন জিপি সভাপতি সুরজ সেন,বাপ্পাদিত্য রায়,বাসব চন্দ্র দেব,নারায়ণ চন্দ্র দেব,বান্টি পাটুয়া,সহ বদরপুর পাঁচগ্রাম মন্ডলের দলীয় কার্যকর্তা সহ স্থানীয় রা।