নবরূপে সুসজ্জিত কাটলিছড়া সৎসঙ্গ বিহার, রাত পোহালেই উদ্বোধন হবে দুদিনব্যাপী শ্রী শ্রী ঠাকুরের জেলাভিত্তিক মহা মহোৎসব

যুব বিচিত্রা প্রতিনিধি,কাটলিছড়া,২২ জানুয়ারি: পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের পুণ‍্য জন্ম মহামহোৎসব এবং শ্রীবিগ্রহ ও শ্রীমন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাইলাকান্দি জেলা ভিত্তিক মহোৎসবের সূচনা আর মাত্র কয়েক ঘণ্টা বাকি।অত্যন্ত সুন্দরভাবে সেজে উঠেছে কাটলিছড়ার সৎসঙ্গ বিহার। ভক্তদের আসা যাওয়ার সুবিধার্থে শিলচর থেকে বৃহস্পতিবার সকালে কাটলিছড়ার উদ্দেশ্যে প‍্যাসেঞ্জার ট্রেন ছাড়বে এবং রাতে পুনরায় শিলচর ফিরে যাবে। মহোৎসব উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করতে কলকাতা থেকে আসছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌম‍্যজিত চক্রবর্তী। মঙ্গলবার নবসাজে সু-সজ্জিত রূপে কাটলিছড়ার সৎসঙ্গ বিহার সেজে উঠা উপলব্ধি করতে ভক্তদের আগমন বেড়েছে। এক উৎসাহ উদ্দীপনায় মাতোয়ারা জেলার সৎসঙ্গীরা।

হাতে গোনা কয়েক ঘণ্টা বাদেই দুদিনব্যাপী শ্রী শ্রী ঠাকুরের জেলাভিত্তিক মহা মহোৎসবের সূচনা হবে। প্রস্তুতি চূড়ান্ত সবদিক খতিয়ে দেখতে রাত ১টা অবধি মাঠে রয়েছেন আয়োজক কমিটির কর্মকর্তা রা। সবমিলিয়ে এক আনন্দময় পরিবেশে জীবন বৃদ্ধির বার্তা দিয়ে এই মহা মহোৎসব সম্পন্ন করতে বরাক উপত্যকার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের সক্রিয় সহযোগিতা কামনা করেন উৎসব আয়োজক কমিটি।