প্রশাসন এর ব্যর্থতা, লক্ষ লক্ষ টাকার খরচের হিসাব খাতা কলমে, সদর্থক ভূমিকার অভাবে প্রাণ গেল কাঞ্চনপুরের এক ট্রাক চালকের

যুব বিচিত্রা প্রতিনিধি, আগরতলা, ০৫ আগস্ট :- সরকারি কোষাগরের লক্ষ লক্ষ টাকা খরচ করলেও আদতে দুর্যোগ মোকাবেলা দপ্তর যে সম্পূর্ণ রূপে ব্যর্থ তাঁর প্রমাণ ফের মিললো। প্রয়োজন এর সময় কতটা ঢাল তলোয়ার

হীন নিধিরাম সরদারে পরিণত হয় দূর্যোগ মোকাবিলা বিভাগ? তার দৃষ্টান্ত আজ ও একবার তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাট এলাকাতে!

সিমেন্ট বোঝাই একটি ট্রাক সড়কের উপর দুমড়েমুচড়ে পড়ে,খবর পেয়ে স্থানীয় রা ছুটে এসে দূর্যোগ মোকাবিলা সহ পুলিশ প্রশাসন কে খবর দিলেও তাঁরা পৌঁছতে সময় লাগে ৭ঘন্টা। তাদের পৌঁছানোর পর নেই সরঞ্জাম উদ্ধার কার্য সঠিক করে করতে পারলেই চালকের নিথর দেহ উদ্ধার হতো না, অভিযোগ পরিবারের।

প্রয়োজনীয় ভূমিকার অভাবে এবং প্রয়োজনীয় উদ্যোগের অভাব একটা দুর্ঘটনা গ্রস্থ গাড়ির চালককে বাঁচাতে পারেনি, শত শত মানুষের সামনে সেই গাড়ির চালক মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত্রি আনুমানিক আড়াইটা নাগাদ চাকমা ঘাট এলাকাতে জাতীয় সড়কের উপর ধর্মনগর থেকে আগরতলা গামী

সিমেন্ট বুঝাই লরি দুর্ঘটনা গ্রস্ত হয়। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট গাড়ির চালক দুর্ঘটনা গ্রস্থ হওয়ার পর গাড়ি থেকে বের হতে পারছিলেন না। এই দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশ চেপে গিয়ে চালকের শরীরের সাথে যুক্ত হয়ে গেছিল গাড়ির ইঞ্জিন। এই অবস্থাতে কাঞ্চনপুর এলাকার মাখনলাল দেবনাথ এর ছেলে মিহির লাল দেবনাথ

বারবার কাতর ভাবে বাঁচার চেষ্টা করছিল। বারবার অনুনয় করছিল কোনভাবে তাকে এখান থেকে বার করা হোক। কিন্তু দুঃখের বিষয় দুর্ঘটনার প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা সময় পর্যন্ত তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন কিংবা সরকারি কর্ম কর্তা দের নজর মিলে নি।যদিও দীর্ঘ ৭ ঘন্টা পর আগমন ঘটে, তবে নেই কোন প্রয়োজনীয় সরঞ্জাম,ঢাল নাই ঢোল

নাই নিধিরাম সর্দার এর ভূমিকায় ত্রিপুরা রাজ্যের দূর্যোগ মোকাবিলা বিভাগের উপস্থিতি দেখে ক্ষোভের সঞ্চার ঘটে জনমনে। প্রশাসনিক গাফিলতির কারণে দুর্ঘটনাগ্রস্থ এক গাড়ির চালকের করুন মৃত্যু, অভিযোগ পরিবারের সদস্যদের।

চালক মিহির লাল দেবনাথের নিথর দেহ উদ্ধার করে শেষমেশ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে দায়িত্ব শেষ করে ব্যর্থ বিভাগ সহ প্রশাসনিক কর্মীরা। এই দুর্ঘটনা একদিকে যেমন ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে ঠিক

অন্যদিকে আরও একবার প্রমাণ করলো যতই কাগজে-কলমে দুর্ঘটনা মোকাবেলায় দুর্যোগ মোকাবেলা বিভাগকে প্রশিক্ষণ দেওয়া হোক না কেন সময় আসলে সবাই রীতিমতো ব্যর্থ হিসেবে পরিচয় বহন করে।

তবে এই ঘটনয় শুধু উদাহরণ নয়, শিক্ষা দিলো রাজ্যের দূর্যোগ মোকাবিলা বিভাগের অদক্ষ কর্মীদের। তাঁরা শুধু কাগজে কলমে,না কি বাস্তবে তাঁর জলন্ত প্রমাণ দিলো সরকার কে।