লংকা হোজাই সংযোগী ফখিরা বস্তির মূল রাস্তা প্লাবিত

বিপ্লজিৎ দেব, লংকা ৩১ মে: কৃত্রিম বন্যার কবলে লংকা হোজাই সংযোগী ফখিরা বস্তির মূল রাস্তা।
কয়েক দিনের অবিশ্রান্ত বৃষ্টিপাতের ফলে উক্ত রাস্তাটি জলমগ্ন। এই কৃত্রিম বন্যায় প্লাবিত অনেক পরিবার।থইথই বন্যার জলে রেলশহর লামডিং – হোজাই অঞ্চলের বহু কৃষকের মাথায় হাত।