যুব বিচিত্রা প্রতিনিধি, আগরতলা, ০৫ আগস্ট :- ফের ত্রিপুরার গৌরব পিয়ালী দেব! দ্বিতীয় বারের মতো এলব্রুস পর্বত শৃঙ্গে দেশের পতাকা ওড়ালেন ত্রিপুরা রাজ্যের পিয়ালী দেব।এভারেস্ট বেস ক্যাম্প এর পর এবার এলব্রুস পর্বতশৃঙ্গ জয় রাজ্যের মেয়ে পিয়ালীর। ত্রিপুরার প্রথম মহিলা পর্বতারোহী হিসেবে গত বছর অক্টোবর মাসে
এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছেছিলেন পিয়ালী দেব। এবার ইউরোপের উচ্চতম এবং দুর্গম তম পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করে অনন্য নজির গড়লেন পিয়ালী। পাহাড়ের শিখরে দেশের জাতীয় পতাকা ওড়ালেন।মহিলা হয়ে এই কৃতিত্ব সত্যিই প্রশংসনীয়।পিয়ালী দেবের এই কৃতিত্বে ত্রিপুরা রাজ্যের মানুষ প্রশংসা করেন। এবং তাঁর সেই অদম্য সাহস রাজ্যের মহিলা সমাজকে আরো ও জাগিয়ে তুলবে বলে মতপ্রকাশ বুদ্ধিজীবী মহলের।