মনুষ্যত্ব এনজিও র পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি, এবং পলিথিন মুক্ত সমাজ গড়ার বার্তা

যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর,৬ জুন: গাছ বাঁচান নিজে বাঁচুন। অক্সিজেন সরবরাহ একমাত্র গাছ ই করতে পারে। তাই জীব-বিচিত্র কে বাঁচাতে তার উপাদান ই হলো বৃক্ষ রোপন। আর বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন পালিত হয় সর্বত্র। তাঁর ই অঙ্গ হিসেবে শিলচরের “মনুষ্যত্ব এনজিও” বৃক্ষ রোপন করে সমাজকে বার্তা দেয় যে পরিবেশ দূষণ মুক্ত করতে হলে পলিথিন বর্জন অত্যন্ত জরুরি।

তাই আমরা সবাই যেন পলিথিন মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে যাই এবং প্রশাসন কে সহযোগিতা করে পলিথিন নিষিদ্ধ করতে নির্ণায়ক ভূমিকা নিতে পারি। এদিন “মনুষ্যত্ব এনজিও” র পক্ষ থেকে কম করে হলেও এদিন শতাধিক চারা গাছ রোপণ করা হয়।এদিন এই কর্মসূচি তে সামিল ছিলেন মনুষ্যত্ব এনজিও র সম্পাদক কল্যাণী দেব, সক্রিয় সদস্য সাথী রাণী দেব,টুন্টি সরকার,সুপ্রদীপ ভট্টাচার্য,পারুল মালাকার,তাপস নাথ ও সভাপতি সানি রায় সহ অনেকেই। এদিন মনুষ্যত্ব এনজিও র সামান্যতম এই প্রয়াসকে স্থানীয় নাগরিক রা সাধুবাদ জানায়।