যুব বিচিত্রা প্রতিনিধি, গুয়াহাটি ০৬ আগস্ট :- সিনেমা হলে ভয়ংকর দূর্ঘটনা। দর্শকরা যখন সিনেমা দেখতে মগ্ন, তখন আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়লো হলের ছাদ। তীব্র আতঙ্কের ছায়া। ছোট থেকে বড় সকলেই মগ্ন সিনেমা দেখতে। জায়েন্ট স্ক্রিনে চলছে ‘মহাঅবতার নরসিমহা’ (Mahavatar Narsimha)। দর্শকরা যখন সিনেমাতে বুঁদ, আচমকাই ঘটলো ভয়ংকর দুর্ঘটনা। সিনেমা হলের ছাদ হঠাত্ই হুড়মুড়িয়ে ধসে পড়লো। দুর্ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। জানা গিয়েছে, রবিবার রাতে গুয়াহাটির একটি পিভিআর (PVR) মাল্টিপ্লেক্সে এই ঘটনা ঘটে। দর্শকরা যখন ছবিতে মগ্ন ছিলেন, তখন হঠাৎ করে হলের ফলস সিলিংয়ের একাংশ ভেঙে তাঁদের ওপর পড়ে যায়, ফলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার ভিডিয়ো ও ছবি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ভেঙে পড়া ফলস সিলিং ও কাঁচের টুকরো হলের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দর্শকরা তীব্র আতঙ্কিত হয়ে নিজেদের আসন ছেড়ে উঠে গিয়েছেন। এবং এমনকী অনেকেই বিভ্রান্ত হয়ে হলের পাশের করিডোরে দাঁড়িয়ে পড়েছেন।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই সিনেমা বন্ধ করে দেওয়া হয় এবং আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।জানা গিয়েছে, দর্শকদের মধ্যে তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। সিনেমা হলের কর্মীরা দ্রুত দর্শকদের নিরাপদে হল থেকে বেরিয়ে যেতে সাহায্য করেন। বর্তমানে হলটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে পরিদর্শন চলছে। এই ঘটনার পর হলটির নিরাপত্তা ব্যবস্থা এবং কাঠামোগত দুর্বলতা কেন ঘটল-তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। যে মলে সিনেমা হলটি অবস্থিত, সেই মল কর্তৃপক্ষ এবং পিভিআর সিনেমাস এখনও পর্যন্ত এই ঘটনার বিষয়ে কোনও স্পষ্টিকরণ দেয়নি।
অন্যদিকে, মহাঅবতার নরসিমহা ছবিটি অপ্রত্যাশিতভাবে হিট হয়েছে। মুক্তির ১০ দিন পার হলেও অ্যানিমেটেড এই ছবির জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। রবিবার একাই ছবিটি প্রায় ১৩.৪০ কোটি টাকা আয় করেছে। এর ফলে ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ৮১.২৫ কোটি টাকায়।