এবার ভেষজ দ্রব্যের মূল্য রোধ, সাধারণ গ্রাহকদের কথা মাথায় রেখে জীবনদায়ী ৩৫ রকমের ঔষধের দাম কমালো ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস প্রাইসিং অথরিটি

যুব বিচিত্রা প্রতিনিধি, নয়াদিল্লি ০৬ আগস্ট :– বহু দিনের পর সাধারণ গ্রাহকদের কথা মাথায় আসলো পুঁজিবাদের বাজারে। মূল্য হ্রাস পেল জীবনদায়ী ৩৫ রকমের ঔষধের।যা হলো ডায়াবেটিস থেকে হার্টের গোলযোগ, রোজ যেসব ওষুধ আমাদের নিতেই হয় তাদের মধ্যে অনেকগুলোর দামই কমে গেছে অনেকটাই। মাসের শুরুতেই

আনন্দ দিলো এই খবরে। অতি প্রয়োজনীয় ৩৫টি ঔষুধের দাম কম করলো ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। এর ফলে রোজ যেসব ওষুধ আমাদের নিতেই হয় তাদের মধ্যে অনেকগুলোর দামই কমে যাচ্ছে

অনেকটা। দাম কমার ফলে বেশকিছু অ্যান্টি বায়োটিক, ডায়বেটিসের ওষুধ, ইনফেকশনের ওষুধ, হার্টের সমস্যার ওষুধের দাম অনেকটাই কমতে চলেছে। ফলে উপকৃত হবে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষজন। দাম কমছে, অ্যাসিলোফেনেক, প্যারাসিটামল, অ্যামক্সসিসিলিন, পটাসিয়াম ক্যালভিউনালেট, অ্যাস্ট্রোভাস্টিন, অ্যান্টি

ডায়াবেটিক কম্বিনেশন যেমন মেটফরমিন, সিটাগলিপটিনের দাম অনেকটাই কমছে। দাম কমছে ডাইক্লোফেনেক ইঞ্জেকশন, ভিটামিন ডি সাপ্লিমেন্ট, বাচ্চাদের প্যারাসিটামলের দাম অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় সংস্থার নির্দেশ যেসব ওষুধের দাম কমছে তাদের দাম ডিসপ্লে করতে হবে। আরও একটি বিষয় হল নতুন দামের সঙ্গে জিএসটি যোগ হতে পারে। তবে উল্লেখযোগ্য পদক্ষেপ ঔষধের মূল্য হ্রাস এবার সাধারণ রোগীদের জন্য এক আমুল পরিবর্তন বলা যেতে পারে।