জেলা আয়ুক্ত মৃদুল যাদবের নেতৃত্বে মাসব্যাপী সচেতনতা অভিযান শুরু
জনসংযোগ শিলচর, ২রা অগাস্ট :- শুক্রবার, কাছাড়ের জেলা প্রশাসন এক মাসব্যাপী সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযানের সূচনা করলো জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণ থেকে। এই অভিযানের সূচনা করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব, (আইএএস)। এই উদ্যোগের মূল লক্ষ্য সাধারন মানুষকে নিরাপদ পথচলার অভ্যাস গড়ে তুলতে উদ্বুদ্ধ করা এবং দুর্ঘটনামুক্ত সমাজ গঠনের দিশা দেখানো।
বিশেষভাবে প্রস্তুত একটি মোবাইল ট্যাবলো এই কর্মসূচির প্রতীকী রূপে যাত্রা শুরু করে, যা আগস্ট মাসজুড়ে জেলার প্রতিটি প্রান্তে পৌঁছে দেবে সচেতনতার বার্তা। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত, অন্তরা সেন, (এ.সি.এস) জেলা পরিবহন আধিকারিক রমেশ শ্যাম, সহকারী আয়ুক্ত, বহ্নিখা চেতিয়া, এ.সি.এস এবং নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস-সহ অন্যান্য স্বেচ্ছাসেবক ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী ভাষণে জেলা আয়ুক্ত মৃদুল যাদব বলেন, “সড়ক নিরাপত্তা শুধুমাত্র প্রশাসনের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের নৈতিক কর্তব্য। আমরা এই সচেতনতামূলক অভিযানের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে পৌঁছতে চাই, যাতে সকলে বুঝতে পারে ছোট ছোট অভ্যাস যেমন হেলমেট পড়া, ট্রাফিক সিগন্যাল মানা, কিংবা পথচারী হিসেবে সতর্ক থাকা প্রাণ রক্ষা করতে পারে। পরিবর্তন আনতে হলে সচেতনতার পাশাপাশি কাজও জরুরি।”
উল্লেখ্য, এই মোবাইল ট্যাবলোটি জেলার সাতটি বিধানসভা কেন্দ্র এবং ১৫টি উন্নয়ন খন্ড ঘুরে স্কুল-কলেজ পড়ুয়া, সাধারণ মানুষ এবং যাত্রীদের সঙ্গে সংযোগ স্থাপন করবে। ট্যাবলোর মাধ্যমে প্রচার করা হবে ‘সড়ক নিরাপত্তার পাঁচটি সোনালী নিয়ম’। পাশাপাশি বিতরণ করা হবে লিফলেট, পরিবেশন করা হবে সড়ক নিরাপত্তাভিত্তিক গান এবং জনসচেতনতামূলক বার্তা।

প্রথম দিনেই শিলচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নেতাজি ছাত্র যুব সংস্থার স্বেচ্ছাসেবকরা লিফলেট বিলি করে পথচারী ও যাত্রীদের ট্রাফিক নিয়ম মানার অনুরোধ জানান।
১লা আগস্ট থেকে ৩১শে আগস্ট পর্যন্ত চলবে এই সচেতনতামূলক অভিযান। প্রশাসন এবং নাগরিক সমাজের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই কর্মসূচি এক দীর্ঘস্থায়ী সামাজিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে বলে আশাবাদী জেলা প্রশাসন। জেলা আয়ুক্ত মৃদুল যাদবের নেতৃত্বে শুরু হওয়া এই প্রচেষ্টা শুধু প্রশাসনিক সদিচ্ছার প্রতিফলন নয়, বরং এটি মানুষের মধ্যেই নিরাপত্তার দায়বোধ জাগিয়ে তোলার এক সজীব আহ্বান।